সেরা হওয়ার দৌঁড়ে এগিয়ে আছেন মুশফিক
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ জুন,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১১:৫৯ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চলতি বছরের শুরু থেকেই প্রতি মাসের সেরা পারফরর্মারকে পুরস্কৃত করার রেওয়াজ চালু করেছে। সেই হিসেবে মে মাসের সেরা ক্রিকেটার কে তা হয়তো কিছু দিনের মধ্যেই জানা যাবে। তবে মে মাসের সেরা ক্রিকেটারের খেতাব পাওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও দলটির বর্তমান তারকা ব্যাটসম্যান মুশফিকুর রহিম।
এই তালিকায় মুশফিক ছাড়াও অন্যদের মধ্যে পারফরম্যান্সের বিচারে এগিয়ে রয়েছেন পাকিস্তানের পেসার হাসান আলী ও শ্রীলংকার তরুণ স্পিনার প্রবীণ জয়বিক্রম।
মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্টে দুইবার ইনিংসে ৫ উইকেটসহ ১৪ উইকেট শিকার করেন পাকিস্তানের পেসার হাসান আলী।
বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট অভিষেকেই দুই ইনিংস মিলিয়ে ১১ উইকেট শিকার করেন শ্রীলংকান তরুণ স্পিনার প্রবীণ জয়বিক্রম।
শ্রীলংকার বিপক্ষে ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে এক সেঞ্চুরি ও সমান হাফসেঞ্চুরিতে ২৩৭ রান করে মে মাসের সেরা হওয়ার দৌঁড়ে আছেন বাংলাদেশ দলের নির্ভর যোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিমও।
মেয়েদের বিভাগে মে মাসের সেরা ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন স্কটল্যান্ডের ক্যাথরিন ব্রাইস এবং আয়ারল্যান্ডের দুই তারকা গ্যাবি লুইস ও লেয়া পল।