পাকিস্তানে জন্ম বলেই আমি খুব অলস : উসমান খাজা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৬:৪৯ পিএম, ১৭ সেপ্টেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ০৭:৩৩ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
অস্ট্রেলিয়া দলের অন্যান্য ক্রিকেটারদের তুলনায় যে উসমান খাজা একটু অলস তা তিনি স্বীকার করে নিয়েছেন। তার অলসতার কারণ পাকিস্তানে জন্মগ্রহণ করেছিলেন বলেই তিনি মনে করেন। সেখানে থাকার সময়েই তার এই বদ্যাভাস গড়ে উঠেছে বলেও প্রকাশ করেছেন খাজা।
১৯৮৬ সালে পাকিস্তানের ইসলামাবাদে জন্ম খাজার। তবে খুব বেশিদিন সেখানে থাকেননি তিনি। শৈশবেই পাড়ি জমান অস্ট্রেলিয়ার সিডনিতে। সেখানেই তার ক্রিকেটার হিসাবে বেড়ে ওঠা। ২০১০-১১ সালের অ্যাশেজে প্রথম মুসলিম ক্রিকেটার হিসাবে অস্ট্রেলিয়া দলে অভিষেক হয় তার। দশ বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও খেলেছেন মাত্র ৪০টি ওয়ানডে, ৪৪টি টেস্ট ও ৯টি টি-টোয়েন্টি ম্যাচ।
খাজার নামের সাথে লেগে গিয়েছে অলসতার বদনাম। এই ব্যাটসম্যান মনে করেন জাতিগতভাবেই এটা তার স্বভাবে জড়িয়ে গিয়েছে। তিনি বলেন, ‘আমার ভেতরে সবসময়েই একটা অলসতা ছিল। কারণ আমি যখন বেড়ে উঠেছি তখন আয়েশে বড় হয়েছি। এটা আমার স্বভাব বলা চলে। তবে আমি মনে করি, পাকিস্তানে জন্ম বলেই আমার এই স্বভাব। উপমহাদেশের মানুষ এমনই। তারা খুব বেশি পরিশ্রম করতে চায় না।’
এইজন্য অস্ট্রেলিয়ানদের মতো দুর্দান্ত ফিটনেস ধরে রাখতে পারেন না বলেও আফসোস করেছেন খাজা, ‘এত ছোটাছুটি কখনোই আমার ভেতরে ছিল না। তাই যখনই আমাদের ফিটনেস পরীক্ষা করা হয়, দলের সবার মতো আমি অতো ভালো করতে পারি না। যখনই দেখা হয় আমি কোথা থেকে উঠে এসেছি সেটাই আমার বিপক্ষে রায় দেয়।’
তিনি আরও বলেন, ‘আমি চেয়েছি এসবের থেকে বের হয়ে আসতে। কিন্তু ভেতরে কিছুটা অভ্যাস তো থেকেই যায়। যখন এরকম বৈচিত্র্য দেখা যায়, আমরা মনে করি আমরা ঠিক করে নিতে পারবো কিন্তু সত্য বলতে এখনো তা হয়ে উঠেনি।’