টাইগারদের দায়িত্ব পেয়ে আমি রোমাঞ্চিত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৪০ পিএম, ১ সেপ্টেম্বর,মঙ্গলবার,২০২০ | আপডেট: ১২:১৬ এএম, ২১ ডিসেম্বর,শনিবার,২০২৪
টাইগারদের নেইল ম্যাকেঞ্জির আকস্মিক বিদায়ে নতুন ব্যাটিং কোচ খুঁজতে হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) । রাসেল ডোমিঙ্গোর পরামর্শে দলে ভেড়ানো হয়েছে নিউজিল্যান্ডের সাবেক অভিজ্ঞ কোচ ক্রেইগ ম্যাকমিলানকে। মূলত শ্রীলঙ্কা সফরকে সামনে রেখেই ম্যাকমিলানের দায়িত্ব। শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজকে ঘিরে বিসিবির পরিকল্পনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন টাইগারদের নতুন গুরু।
২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত পাঁচ বছর নিউজিল্যান্ড দলের ব্য্যাটিং কোচের দায়িত্ব পালন করেছেন ম্যাকমিলান। বর্তমানে তিনি চাকরিবিহীন ছিলেন এবং কিছুদিন আগেই বাংলাদেশের ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি দায়িত্ব থেকে অব্যহতি নিয়েছেন। ফলে বাংলাদেশের প্রধান কোচ ডোমিঙ্গো নিজেই ম্যাকমিলানকে টাইগারদের দায়িত্ব নেওয়ার জন্য আমন্ত্রণ জানান। করোনাকালে এই প্রস্তাব পেয়ে অবাক হওয়া ম্যাকমিলান সুযোগটি লুফে নিয়েছেন।
ইএসপিএন ক্রিকইনফোকে তিনি বলেছেন, ‘আমি বেশ অবাক হয়েছিলাম। আমার সঙ্গে রাসেল ডোমিঙ্গো কথা বলেছিল। আমাকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমিও রোমাঞ্চিত হয়ে মুখিয়ে ছিলাম। এই সময়ে প্রস্তাবটা পাওয়ার কথা আমি ভাবতেও পারিনি। অনেক দিন ধরেই ক্রিকেটের বাইরে ছিলাম, নিয়মিত ক্রিকেট তো এখন হচ্ছে না তাই প্রস্তাবটাও আমি লুফে নিয়েছি।’
বাংলাদেশের আসন্ন শ্রীলঙ্কা সফরের তিন টেস্টে জন্য প্রাথমিকভাবে ম্যাকমিলানের সাথে চুক্তি হয়েছে। এই সিরিজের প্রস্তুতিকালেই বাংলাদেশ দলের সাথে যোগ দেবেন তিনি। সিরিজের আগে শ্রীলঙ্কায় তিন সপ্তাহের অনুশীলন এবং প্রস্তুতি ম্যাচ খেলার ব্যবস্থাও করেছে বিসিবি। এছাড়া শ্রীলঙ্কার দুই টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজের প্রস্তাব নাকচ করে তিন টেস্ট খেলার পথেই হাঁটছে বাংলাদেশ। এসব সিদ্ধান্তকে সঠিক বলে মনে করেন ম্যাকমিলান।
ম্যাকমিলানের ভাষায়, ‘সারা বিশ্বেই গত কয়েকমাস ধরে ক্রিকেট বন্ধ ছিল। এমন পরিস্থিতিতে সফরটি অবশ্যই রোমাঞ্চকর হতে যাচ্ছে। সিরিজে তিনটি টেস্ট ম্যাচ বাংলাদেশর জন্যেও খুব ভালো সুযোগ। টেস্ট সিরিজ শুরু আগে শ্রীলঙ্কায় তিন সপ্তাহের প্রস্তুতি নেওয়া হবে: বিসিবির এই পরিকল্পনা দারুণ ও খুব ভালো সিদ্ধান্ত। গত ছয়-সাত মাস ধরে ক্রিকেট খেলা হয়নি। তাই শ্রীলঙ্কা সফরের আগের প্রস্তুতিটা বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে।’