করোনা আক্রান্ত শচিন টেন্ডুলকার,
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১১:৪২ পিএম, ২৭ মার্চ,শনিবার,২০২১ | আপডেট: ০৫:২৪ এএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪
সবেমাত্র রোড সেফটি সিরিজের (Road Safety Series) ফাইনাল শেষ হয়েছে। আর এরপরই করোনা আক্রান্ত সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। শনিবার সকালেই একটি টুইট করেন সচিন। লেখেন, 'কোভিডকে দূরে রাখার জন্য আমি নিয়মিত কোভিড পরীক্ষা করাচ্ছিলাম এবং সবরকমের সর্কতা অবলম্বন করছিলাম। কিন্তু আজ আমরা করোনা রিপোর্ট পজিটিভ এসেছে, মুদৃ উপসর্গও রয়েছে। বাড়ির বাকি সকলের রিপোর্ট নেগেটিভ। আমি এখন হোম কোয়ারেন্টাইনে থাকব, এবং চিকিৎসকের সমস্ত পরামর্শ মানব। আমি সমস্ত স্বাস্থ্যকর্মীকে ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য। এবং দেশের বাকিদেরও ধন্যবাদ, ভাল থাকুন।'
মহারাষ্ট্রে করোনা পরিস্থিতি ক্রমশ আরও উদ্বেগজনক হয়ে উঠছে। একের পর এক তারকা টুইট করে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানাচ্ছেন। সেকেন্ড ওয়েভ নিয়ে ক্রমশই চিন্তার কারণ বাড়ছে বলে মত কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকেরও। এরই মধ্যে সচিন তেন্ডুলকরের কোভিড আক্রান্ত হওয়ার খবরে তাঁকে সাবধানে থাকতে অনুরোধ অনুরাগীদের। শুভেচ্ছাবার্তায় ভরে উঠেছে মাস্টারব্লাস্টারের সোশ্যাল হ্যান্ডেলও।