avertisements 2

সাকিবকে নিয়ে পাপনের বাসায় জরুরি সভা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৩৩ পিএম, ২২ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০৫:৫৬ এএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান এবং বাকিদের নিয়ে সাকিব আল হাসানের বিস্ফোরক মন্তব্যে দেশের ক্রিকেটে তোলপাড় চলছে। এ বিষয়ে এখনো কোনো বক্তব্য দেয়নি বিসিবি। সাকিবের বিষয়ে বোর্ডের অবস্থান ঠিক করতে পরিচালকদের নিয়ে জরুরি সভা ডেকেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার গুলশানের বাসায় চলছে বোর্ডের সভা।

রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সভাটি শুরু হয়েছে। সভায় উপস্থিত আছেন বোর্ডের কর্তাব্যক্তিরা। ধারণা করা হচ্ছে, এই সভা থেকে সাকিবের বিষয়ে গুরুতর কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারে বিসিবি। গতকাল একটি অনলাইন সংবাদমাধ্যমের লাইভে এসেছে আকরাম খানকে তুলোধুনো করে ছেড়েছেন সাকিব। বিষয়টি বিসিবি মোটেও ভালো চোখে দেখছে না। তাই জরুরি সভা ডাকা হয়েছে।

সাকিব সেই লাইভে বলেন, সভাপতি নাজমুল হাসান পাপন ও পরিচালক খালেদ মাহমুদ সুজন ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আর কোনো ব্যক্তি ক্রিকেট নিয়ে কাজ করেন না। আকরাম খানের কথা উল্লেখ করে সাকিব বলেছেন, 'অনেকেই আছেন, তারা একসময় বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছেন। তারা আসলে (বোর্ডে) কী নিয়ে কাজ করছেন, আমি জানি না।'

বিষয়:

আরও পড়ুন

avertisements 2