ক্রিকেটকে বিদায় সৌম্য সরকারের!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৫১ এএম, ২২ মার্চ,সোমবার,২০২১ | আপডেট: ০৯:৪৯ পিএম, ১৮ ডিসেম্বর,
বুধবার,২০২৪
বাংলাদেশ ক্রিকেট সৌম্য সরকার এমন একজন ক্রিকেটার যার দলে কোনো পরিচয় নাই। কখনো ৭ নাম্বারে কখনো ৩ নাম্বারে কখনো আবার ওপেনিংয়ে।
সৌম্য সরকারকে নিয়ে ইদানীং খুব বেশি টানাহেঁচড়া হচ্ছে। দুর্দান্ত প্রতিভাবান এই অলরাউন্ডারকে একেকবার দেখা যাচ্ছে একেক ভূমিকায়। যার ‘কুফল’ও ভোগ করছেন সৌম্য। একের পর এক ব্যর্থতায় হচ্ছেন সমালোচনার শিকার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজেই যেমন টিম ম্যানেজম্যান্টের ভুল সিদ্ধান্তের বলি হয়েছিলেন সৌম্য। টেস্ট সিরিজে তিনি ছিলেনই না, প্রস্তুতি নিচ্ছিলেন টি-টোয়েন্টির। এমন সময় হঠাৎ তাকে দ্বিতীয় টেস্টের দলে এনে ওপেনিংয়ে খেলিয়ে দেয়া হয়। দুই ইনিংসে করেছিলেন শূন্য আর ১৩ রান।
ওয়ানডেতে আবার সৌম্যর ভূমিকা গেছে বদলে। হেড কোচ রাসেল ডোমিঙ্গো জানিয়ে দিয়েছেন, বেশিরভাগ সময় টপঅর্ডারে খেলা সৌম্য এখন থেকে খেলবেন সাত নম্বরে। পালন করবেন ফিনিশারের ভূমিকা।
কিন্তু নিউজিল্যান্ড সফরে সিরিজের প্রথম ওয়ানডেতে আবার দেখা গেল সৌম্যর ব্যাটিং পজিশন সেই টপঅর্ডারে। তিন নম্বরে তাকে খেলায় টিম ম্যানেজম্যান্ট। এবার ডাহা ফ্লপ। সাজঘরে ফেরেন শূন্য রানেই।
সৌম্যকে নিয়ে কেন এত পরীক্ষা-নিরীক্ষা? ম্যাচ শেষে অধিনায়ক তামিম ইকবালের কাছে স্বাভাবিকভাবেই ছুটে গিয়েছিল সেই প্রশ্ন। তামিম ব্যাখ্যা দেয়ার চেষ্টা করলেন।