বিয়ের পরই নাসিরের ফিটনেস টেস্টে বাজিমাত
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৫০ এএম, ১২ মার্চ,শুক্রবার,২০২১ | আপডেট: ০২:২১ পিএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
নাসির হোসেনের বিয়ে গত কদিন ধরেই পুরো দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার নাসির হোসেনকে নিয়ে এখনো আলোচনা তুঙ্গে। কোর্ট পর্যন্ত গড়িয়েছে এই ইস্যু। সব মিলিয়ে ব্যক্তিগত জীবন যখন টালমাটাল, তখন ক্রিকেটীয় ভাবনা থেকে দূরে সরেননি নাসির। এরই মধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নিয়মিত ফিটনেস টেস্ট অংশ নিয়েছেন তিনি। বিয়ের পর সেখানে বাজিমাত এই ক্রিকেটারের। এবার ফিরতে চান ঘরোয়া ক্রিকেটে।
বুধবার সকালে মিরপুর শেরে বাংলায় ক্রিকেট স্টেডিয়ামে ফিটনেস টেস্ট দেন নাসির। ইয়ো ইয়ো টেস্টে তার স্কোর ছিল ১৭.১। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ট্রেনার ইফতেখারুল ইসলাম ইফতি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিষয়টি।
এ প্রসঙ্গে বিসিবির ফিটনেস ট্রেনার ইফতেখারুল ইসলাম ইফতি বলেন, ‘আপনারা জানেন আমাদের এখানে বছরে তিনবার ফিটনেস টেস্ট হয়। তার প্রথমটি হয়েছিল কিছুদিন আগে। সেখানে যারা উপস্থিত ছিলেন না, আমরা বুধবার তাদের ফিটনেস টেস্ট নিয়েছি। সেখানে নাসিরও ছিলেন। সে খুব ভালো করেছে। আমাদের যে বেঞ্চমার্ক ছিল, সেটি ভালোভাবেই উতরে গেছে।’