সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ জানুয়ারী,রবিবার,২০২৫ | আপডেট: ১১:১৬ পিএম, ২০ জানুয়ারী,সোমবার,২০২৫
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। চেক ডিজঅনার মামলায় তিনিসহ আরও দুজন আছেন এই তালিকায়। মূলত আইএফআইসি ব্যাংকের চেক ডিজঅনার মামলায় আজ এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
সাকিব ছাড়া মামলার অন্য আসামিরা হলেন- গাজী সাহগীর হোসেন, ইমদাদুল হক ও মালেকা বেগম।
মামলার নথি অনুসারে, গত ১৫ই ডিসেম্বর সাকিবসহ চার আসামির বিরুদ্ধে ৪ কোটি ১৪ লাখ ৫৭ হাজার টাকার চেক ডিজঅনারের মামলা করা হয়। এরপর ১৮ই জানুয়ারি ঢাকা চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আসামিদের আদালতে হাজির হতে বলেন।
তখন আদালত এর আগে আদেশ অমান্যকারী আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার সম্ভাবনাও ব্যক্ত করেন। আসামিরা আদালতে হাজির না হওয়ায় এবার তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো।