avertisements 2

অস্ট্রেলিয়ান ওপেনের পর্দা উঠছে কাল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ জানুয়ারী,শনিবার,২০২৫ | আপডেট: ১১:৩৭ পিএম, ১৫ জানুয়ারী, বুধবার,২০২৫

Text

রাত পোহালেই কাল থেকে শুরু হচ্ছে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্ট্রেলিয়ান ওপেন। এটি এই টুর্নামেন্টের ১১৩ তম আসর, উন্মুক্ত যুগের হিসেবে ৫২তম। মেলবোর্নে সোমবার (১২ জানুয়ারি) খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।

বছরের প্রথম গ্র্যান্ডস্লামে ছেলেদের বিভাগে হট ফেভারিট ইয়ানিক সিনার। র‍্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান এ তারকা আসরের বর্তমান চ্যাম্পিয়ন। শিরোপা ধরে রাখার পথে তার প্রধান প্রতিদ্বন্দ্বী আলেকজান্ডার জেভেরেভ।

জেভেরেভের জন্য সতর্কবার্তা হলো, টেনিস ইতিহাসের সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ডস্লামজয়ী নোভাক জকোভিচও আসরে আছেন। অস্ট্রেলিয়ান ওপেনে তিনি নামছেন অ্যান্ডি মারের সঙ্গে জুটি বেঁধে। অসি ওপেন দিয়ে কোচ হিসেবে নতুন অধ্যায় শুরু করছেন সদ্য সাবেক ব্রিটিশ টেনিস তারকা অ্যান্ডি মারে।

অপরদিকে, নারী বিভাগে ফেভারিট হিসেবে নামছেন র‍্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান আর্না সাবালেঙ্কা। বেলারুশের এ সুন্দরী হ্যাটট্রিক শিরোপার আশায় নামছেন এবার। তার সামনে প্রধান বাধা হয়ে দাঁড়াতে পারেন যুক্তরাষ্ট্রের কোকো গফ।

আগামী ২৬ জানুয়ারি পর্দা নামবে টেনিসের এ মেগা আসরের।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2