avertisements 2

বিদায়ের দিনক্ষণ জানিয়ে দিলেন ডি মারিয়া

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ নভেম্বর,শনিবার,২০২৩ | আপডেট: ০৭:২৫ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

কাতার বিশ্বকাপের পর থেকেই আনহেল ডি মারিয়ার অবসরের গুঞ্জন চলছিল। এবার আনুষ্ঠানিকভাবে বিদায়ের দিনক্ষণ জানিয়ে দিলেন তিনি। আগামী বছর কোপা আমেরিকায় আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো খলবেন ডি মারিয়া। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে এ বিষয়ে নিজেই নিশ্চিত করেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই ফুটবলার। 

ইনস্টাগ্রামে বিদায় নিয়ে ডি মারিয়া বলেন, ‘কোপা আমেরিকা হবে আর্জেন্টিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট। হৃদয়ের গভীরের কষ্ট ও বিষাদ কণ্ঠে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব। যে জার্সি আমি পরেছিলাম, যেটির জন্য ঘাম ঝরিয়েছিলাম এবং গর্বের সঙ্গে আমি যেটি অনুভব করি। সমর্থক, পরিবার ও সতীর্থদের ধন্যবাদ। আমরা ইতিহাস লিখতে থাকব, যা থাকবে অনন্তকাল।’
গত বুধবার ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ১-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। এটিকেই বিশ্বকাপ বাছাইপর্বে নিজের শেষ ম্যাচ হিসেবে নিশ্চিত করেন ডি মারিয়া। একই পোস্টে তিনি বলেন, ‘বাছাইপর্বে আমার শেষ ম্যাচ খেলে ফেললাম।
   

সতীর্থ, বন্ধুদের ভালোবাসা প্রতিটি মুহূর্তে উপভোগ করেছি, তাদের ছাড়া গল্পটা এমন হতো না। তাদের ভালোবাসাই আমাকে আজকের আমি বানিয়েছে।’
ঘটনাবহুল ওই ম্যাচে গ্যালারিতে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা সহিংসতায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ আর্জেন্টাইনদের লাঠিপেটা করে। এটা দেখে মাঠ ছেড়ে বেরিয়ে যায় আর্জেন্টিনা, খেলাও বন্ধ থাকে কিছুক্ষণ। সেদিনের ঘটনা নিয়ে ডি মারিয়ে বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে মাঠে যা হয়েছে, সেটা আমরা ভুলে যেতে পারি না। এমন আচরণ কারওরই প্রাপ্য নয়। আশা করছি, এই ধরনের ঘটনা আর হবে না। একজন খেলোয়াড় হিসেবে কোনো সন্দেহ ছাড়াই আমরা আমাদের সমর্থকদের পাশে থাকব।’

২০০৮ সালে বিশ্বকাপ বাছাইপর্বে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় ডি মারিয়ার। এখন পর্যন্ত আর্জেন্টিনার জার্সিতে ১৩৬ ম্যাচ খেলে মারিয়ার গোল ২৯ আর অ্যাসিস্ট ২টি। 
বড় ম্যাচে গোলের জন্য ক্যারিয়ার জুড়ে সুনাম কুড়িয়েছেন তিনি। অভিষেকের পর আর্জেন্টিনার শিরোপা জয়ের প্রত্যেক ফাইনালে গোল রয়েছে ডি মারিয়ার। ২০০৮ অলিম্পিকে দি মারিয়ার গোলেই স্বর্ণপদক জিতেছিল আলবেসেলিস্তারা। ২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। ওই ম্যাচেও একমাত্র গোলটি আসে তার পা থেকে।
এরপর গত বছরের জুনে ইউরো চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে ফিনালিসিমায়ও গোল করেন ডি মারিয়া। ২০২২ সালে কাতারে ফ্রান্সকে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। ওই ম্যাচেও দারুণ একটি গোল করেন তিনি। এছাড়া আর্জেন্টিনার পাওয়া পেনাল্টিতেও ছিল এই স্ট্রাইকারের অবদান। 
আন্তর্জাতিক ফুটবল ছাড়লেও ক্লাব ফুটবলের বিষয়ে এখনও কিছু জানাননি তিনি। ধারণা করা হচ্ছে, আরও কিছুদিন ক্লাব ফুটবলে দেখা যাবে আর্জেন্টিনার এই বিশ্বকাপজয়ী ফুটবলারকে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2