ব্রাজিল ম্যাচের পর দুঃসংবাদ দিলেন মেসি
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ নভেম্বর,বৃহস্পতিবার,২০২৩ | আপডেট: ০৭:২৬ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
ছবি- সংগৃহীত
চলতি বছর নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মাঠে নেমেছিলেন তিনি। এই ম্যাচে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জয় পেলেও একটা দুশ্চিন্তা থেকেই গেছে। বছরের শেষ খেলায় চোট নিয়ে মাঠ ছেড়েছেন রেকর্ড আটবারের ব্যালন ডি'অরজয়ী মহাতারকা।
বুধবার (২২ নভেম্বর) ব্রাজিলের মারকানা স্টেডিয়ামে সুপার ক্লাসিকো ম্যাচ শুরুর আগেই গ্যালারিতে দাঙ্গা বেঁধে গিয়েছিল। নির্ধারিত সময়ের প্রায় আধা ঘণ্টা পরে শুরু হওয়া ম্যাচে নিকোলাস ওতামেন্ডির একমাত্র গোলে জয় পায় আলবিসেলেস্তেরা। এদিন ম্যাচের শুরু থেকেই খেলেছেন আর্জেন্টিনার মহাতারকা মেসি। তবে ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছাড়েন মেসি।
ম্যাচের প্রথমার্ধেও অস্বস্তিতে ভুগছিলেন মেসি। তাই মাঠের বাইরে চিকিৎসাও নেন তিনি। তাকে দেখেই বোঝা যাচ্ছিল, পুরোপুরি ফিট নন তিনি। এরপর ৭৮ মিনিটে মেসিকে তুলে নেন কোচ লিওনেল স্ক্যালোনি। মূলত কুঁচকিতে অস্বস্তি বোধ করার অভিযোগ জানানোয় তাকে তুলে নেন আর্জেন্টাইন কোচ। তার বদলি হিসেবে অ্যানহেল ডি মারিয়াকে মাঠে নামান কোচ।
এ বিষয়ে ম্যাচ শেষে মেসি বলেন, 'আমি আমার পায়ের সংযোগস্থলে অস্বস্তি অনুভব করছিলাম। এটা এই বছর আমার শেষ খেলা ছিল তাই আমি সেরে ওঠার পর্যাপ্ত সময় পাব। ২০২৪ সালে আমি আমার সবটা দিব।'
মেসি আরও জানান, দর্শকদের সঙ্গে পুলিশের যে সংঘর্ষে খেলা ২৭ মিনিট দেরিতে শুরু হয়েছে, সেটিই তার ইনজুরির জন্য অনেকাংশে দায়ী। তিনি বলেন, 'এটা আমাকে ঠিকমতো ঠাণ্ডা হতে দেয়নি। লকার রুমে গিয়েছি আর সঙ্গে সঙ্গে চলে এসেছি।'
দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে আর্জেন্টিনা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে, ১২ পয়েন্ট নিয়ে তিনে কলম্বিয়া, ৯ পয়েন্ট নিয়ে চারে ভেনেজুয়েলা ও ৮ পয়েন্ট নিয়ে পাঁচে ইকুয়েডর। আর ৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে অবস্থান সেলেসাওদের।