avertisements 2

জন্মদিনে শচীন টেন্ডুলকারের কীর্তি ছুঁলেন কোহলি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ নভেম্বর,সোমবার,২০২৩ | আপডেট: ১০:৫২ এএম, ৪ মে,শনিবার,২০২৪

Text

সেঞ্চুরির পর বিরাট কোহলি। ছবি : সংগৃহীত 

জন্মদিনটা এরচেয়ে ভালোভাবে উদযাপন করতে পারতেন না বিরাট কোহলি। আজ তাঁর ৩৫তম জন্মদিন। কোহলি বিশেষ দিনটা রাঙালেন ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকারের কীর্তি ছুঁয়ে। টেন্ডুলকারের ওয়ানডে সেঞ্চুরি ৪৯টি।

ভারতীয় কিংবদন্তির সেই রেকর্ড আজ ৩৫তম জন্মদিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ছুঁয়েছেন কোহলি। দলীয় ৬২ রানে রোহিত শর্মা আউটের পর উইকেটে আসেন কোহলি। বিশেষ সেঞ্চুরির পথে কোহলি সঙ্গী হিসেবে পেয়েছেন শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব ও রবিন্দ্র জাদেজাকে।

শেষ পর্যন্ত জাদেজার সঙ্গে অবিচ্ছিন্ন রানের জুটিতে সেঞ্চুরির দেখা পেয়েছেন কোহলি।
কিছুটা ধীরগতির ছিল তাঁর ইনিংসটি। ৬৭ বলে প্রথম ফিফটি পূর্ণ করেছেন। সেঞ্চুরি স্পর্শ করেছেন সব মিলিয়ে ১২০ বলে। ৪৯ সেঞ্চুরির জন্য কোহলির লেগেছে ২৭৭ ইনিংস।
যেখানে তাঁর স্বদেশী কিংবদন্তি টেন্ডুলকারের লেগেছে ৪৫২ ইনিংস।

শেষ পর্যন্ত কোহলি অপরাজিত থেকেছেন ১০১ রানে। ৫ উইকেট হারিয়ে ভারতের সংগ্রহ ৩২৬ রান। কলকাতার ইডেন গার্ডেনসে ভারতীয় বোলিং আক্রমণের সামনে লক্ষ্যটা দক্ষিণ আফ্রিকার জন্য বেশ কঠিনই। দেখা যাক, টুর্নামেন্ট জুড়ে বিধ্বংসী ব্যাটিংয়ের ফণা তোলা প্রোটিয়া ব্যাটাররা ভারতীয় বোলিং আক্রমণের চ্যালেঞ্জ নিতে পারেন কিনা।
 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2