avertisements 2

বৃষ্টি আইনে জিতে গেল পাকিস্তান

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৫ নভেম্বর,রবিবার,২০২৩ | আপডেট: ০৬:০১ পিএম, ১২ মার্চ,মঙ্গলবার,২০২৪

Text

নিউজিল্যান্ডের দেওয়া ৪০২ রানের টার্গেটে পাকিস্তান ব্যাট করতে নেমে প্রথম ২১ ওভারে ১৬০ রান করে। কিন্তু এরপর শুরু হয় বৃষ্টি। পরে বল ও রান কমানো হয়। বৃষ্টি থামলে আবার খেলতে নামে দুই দল। ১০ মিনিটে ৪০ রান যোগ হতেই আবার শুরু হয় বৃষ্টি। শেষমেষ বৃষ্টি আইনে ২১ রানের জয় পায় বাবর আজমরা। এখন ৪ জয়ে পাকিস্তানের পয়েন্ট ৮। তারা এখন আছে ৫ নম্বরে।

পাকিস্তানের ফখর জামান ৬৩ বলে তিনি তুলে নেন সেঞ্চুরি। ১১টি ছয় ও ৮টি চারের সাহায্যে তিনি করেন অপরাজিত ১২৬ রান। আর বাবর আজম ৬৬ রান নিয়ে অপরাজিত ছিলেন। 

টস হেরে ব্যাট করতে নেমে রাচিন রাবিন্দ্রার সেঞ্চুরি আর কেন উইলিয়ামসনের ঝোড়ো ব্যাটিংয়ে ভর করে ৬ উইকেটে ৪০১ রানের পাহাড় দাঁড় করায় নিউজিল্যান্ড। রাচিন রাবিন্দ্রা ৯৪ বলে ১০৮ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন তিনি। ১৫টি বাউন্ডারির সঙ্গে ছক্কার মার মারেন ১টি। সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেছিলেন অধিনায়ক কেন উইলিয়ামসন। কিন্তু ৫ রানের আক্ষেপ থেকে গেলো তার। ৯৫ রানে আউট হয়ে যান ইফতিখার আহমেদের বলে। ৭৯ বলে ১০ বাউন্ডারি এবং ২ ছক্কায় এই রান করেন তিনি।

ওপেনার ডেভন কনওয়ে ৩৫ রান করে হাসান আলির বলে আউট হন। ২৯ রান করে হারিস রউফের বলে বোল্ড হন ড্যারিল মিচেল। মার্ক চাপম্যান ঝোড়ো ব্যাটিং করে ২৭ বলে সংগ্রহ করে ৩৯ রান। গ্লেন ফিলিপসও ঝোড়ো ব্যাটিংয়ের চেষ্টা করেন। তিনি ২৫ বলে করেন ৪১ রান। ১৭ বলে ২৬ রান করে অপরাজিত থাকেন মিচেল স্যান্টনার। টম ল্যাথাম ব্যাট করতে নামেন আট নম্বরে। তিনি করেন ২ রান। শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে ৪০১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2