avertisements 2

তিন ম্যাচে ১৪ উইকেট, তবু মাটিতেই পা রাখছেন সামি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ নভেম্বর,শনিবার,২০২৩ | আপডেট: ০৮:৫৯ পিএম, ১১ মার্চ,সোমবার,২০২৪

Text

ছবিঃসংগৃহীত 

বিশ্বকাপে শুরুর চার ম্যাচে ভারতের একাদশে জায়গা হয়নি মোহাম্মদ সামির। হার্দিক পান্ডিয়ার ইনজুরিতে কপাল খুলে যায় এই পেসারের। নিউজিল্যান্ড ম্যাচে সুযোগ পেয়েই শিকার করেন পাঁচ উইকেট। পরের দুই ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ৪ এবং শ্রীলঙ্কার বিপক্ষে নেন আবারও পাঁচ উইকেট।
তিন ম্যাচে ১৪ উইকেট শিকার করে ভারতের হয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট শিকারের তালিকায় উঠে আসেন শীর্ষে। এমন কীর্তি গড়ার পরেও মাটিতেই পা রাখছেন তিনি। 

গতকাল শ্রীলঙ্কার বিপক্ষে ভারতীয় এই পেসারের শিকার ৫ উইকেট। এতে ৪৫ উইকেট নিয়ে ওয়ানডে বিশ্বকাপে ভারতের সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষে উঠে এসেছেন সামি।
তিনি ছাড়িয়ে গেছেন সাবেক পেস বোলার জহির খানকে (৪৪)। এই ৪৪ উইকেট নিতে জহির খানের লেগেছিল ৩৪ ম্যাচ। অথচ মাত্র ১৪ ম্যাচেই সেই কীর্তি ছাড়িয়ে গেছেন সামি।

মাত্র তিন ম্যাচে ১৪ উইকেট।
বেঞ্চ থেকে এসে এমন সাফল্যের রহস্য কারণ জানতে চাওয়া হলে সামি বলেছেন,'এটি আহামরি কিছু নয়। কেবল ছন্দের বিষয়, ভাল খাবার, নিজের মনকে শান্ত রাখা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, মানুষের ভালবাসা।'

ভালো করার পেছনে নিজেদের সমর্থকদের অবদানের কথাও বলছেন সামি,'ভারতে আমরা যে সমর্থন পাই তা সত্যি বিশাল ব্যাপার। ভারতের বাইরে গেলেও অনেক সমর্থন পেয়ে থাকি। তাই সবাইকে খুশি করার চেষ্টা করব।
' প্রথম দল হিসেবে এবারের বিশ্বকাপের সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে ভারত।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2