avertisements 2

হোটেলের নিরাপত্তারক্ষীদের ডেকে সাংবাদিকদের বের করে দিলেন লিটন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৬ অক্টোবর,সোমবার,২০২৩ | আপডেট: ০৮:১৩ এএম, ২ মার্চ,শনিবার,২০২৪

Text

ছবি: সংগৃহীত 

কম্পিউটার বিশ্লেষক শ্রীনিবাস চন্দ্রশেখরনের সঙ্গে দুপুরের খাবার খেতে বেরিয়ে যাওয়ার আগে উপস্থিত সংবাদকর্মীদের সঙ্গে হাসিমুখেই সৌজন্য বিনিময় করে গেলেন তাসকিন আহমেদ। তবে একটু পরেই তাঁর আরেক সতীর্থ লিটন কুমার দাস পুরোপুরি অন্য চেহারায়।
সাংবাদিকদের দেখেই চটে যান নিউজিল্যান্ডের বিপক্ষে গোল্ডেন ডাক মারা এই ওপেনার। সঙ্গে সঙ্গেই পুনেতে বাংলাদেশ দলের ঠিকানা কনরাড পুনে হোটেলের নিরাপত্তারক্ষীদের কাছে ছুটে যান এ বছরই পাঁচবার শূন্য রানে আউট হওয়া ব্যাটার।
তাঁকে বলতেও শোনা যায়, ‘মিডিয়া এখানে কেন? আমার ছবি তুলছে কেন?’

এর পরও যে আরো কিছু বলেছেন, এর প্রতিক্রিয়াও কিছুক্ষণের মধ্যেই টের পেতে শুরু করেন উপস্থিত বাংলাদেশের সাংবাদিকরা। কয়েকজন নিরাপত্তাকর্মী এসে বিনয়ের সঙ্গে জানিয়ে যান, ‘আপনাদের এখন বেরিয়ে যেতে হবে।’ তাঁদের একজন পরে বের হয়ে যাওয়ার আগে দেন এর ব্যাখ্যাও, ‘দুঃখিত, আপনাদের একজন খেলোয়াড় অভিযোগ করাতেই আমাদের এমনটি করতে হচ্ছে।’

জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক জাহিদ চৌধুরী এ প্রসঙ্গে বলেন, খুবই অপেশাদার আচরণ করলেন লিটন দাস। বিশ বছরের ক্রীড়া সাংবাদিকতার ইতিহাসে অনেক ইভেন্ট কাভার করেছি, কোনো বাংলাদেশি ক্রিকেটারকে সাংবাদিকদের সাথে এমন আচরণ করতে কখনও দেখিনি।

অথচ, ভিন্ন মেরুতে অবস্থান করছেন বাংলাদেশ দলের অন্য ক্রিকেটারা। তারা কৌতুহলী গণমাধ্যম প্রতিনিধিদের সাথে কুশল করছেন। অথচ, লিটন দাস বাজে আচরণের মাধ্যমে যেন তার মাঠের বিরক্তিই তুলে ধরছেন। ওয়ানডে ফরম্যাটে শেষ ৯ ইনিংসে দুটি ফিফটি হাঁকানো লিটন দাস ডাক মেরেছেন দু’বার। এর একটি ‘গোল্ডেন ডাক’। পাঁচ ম্যাচে ছুঁতে পারেননি বিশের কোঠা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2