avertisements 2

৫০ ওভারও টিকতে পারলো না পাকিস্তান

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৪ অক্টোবর,শনিবার,২০২৩ | আপডেট: ০৪:০৮ পিএম, ২৫ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৪

Text

বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ম্যাচ। দর্শকে ঠাসা স্টেডিয়ামের গ্যালারি। এমন ম্যাচে ভালো শুরুর পরও শেষটা ভালো করতে পারেনি পাকিস্তান। ৫০ ওভারও খেলতে পারেনি পাকিস্তানের ব্যাটাররা। ৪২ ওভার ৫ বলে ১৯১ রানে অলআউট হয় বাবর আজমের দল। 

শনিবার (১৪ অক্টোবর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক রোহিত শর্মা। ব্যাটিং করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন ইমামুল হক ও আবদুল্লাহ শফিক। শুরু থেকে ভারতের বোলারদের উপর চাড়াও দুই পাক ওপেনার। 

তবে দলীয় ৪১ রানে উইকেট হারায় পাকিস্তান। শফিককে আউট করে ভারতকে প্রথম সাফল্য এনে দেন সিরাজ। ২৪ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান শফিক। তার বিদায়ের পর ক্রিজে আসেন অধিনায়ক বাবর আজম। তাকে নিয়ে ইনিংস বড় করার আভাস দিলেও দ্রুত আউট হন ইমামুল হক। দলীয় ৭৩ রানে ৩৮ বলে ৩৬ রানে আউট হন তিনি।

 এরপর ক্রিজে আসেন মোহাম্মদ রিজওয়ান। তাকে নিয়ে ৮২ রানের জুটি গড়েন অধিনায়ক বাবর আজম। সাবলীল ব্যাটিংয়ে অর্ধশতক পূরণ করেন পাক অধিনায়ক। তবে দলীয় ১৫৫ রানে ৫৮ বলে ৫০ রান করে আউট হন বাবর। 

এরপর মাত্র ৩২ রানের মধ্যে ৬ ব্যাটারকে হারিয়ে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। শেষ ব্যাটার হিসেবে হারিস রউফ আউট হলে ৪২ ওভার ৫ বলে ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান। রিজওয়ান ৬৯ বলে ৪৯ রান করেন। ভারতের পক্ষে সিরাজ, হার্দিক পান্ডিয়া, কুলদ্বীপ যাদব ও জাদেজা নেন ২টি করে উইকেট।   

বিষয়:

আরও পড়ুন

avertisements 2