avertisements 2

বাইকে চড়ে ২৯ দেশ পেরিয়ে এখন সাতক্ষীরায় এই ভাইরাল তরুণী!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৮ ফেব্রুয়ারী, বুধবার,২০২৩ | আপডেট: ০১:১৭ পিএম, ৫ মে,রবিবার,২০২৪

Text

বাইকে চড়ে ২৯টি দেশ পেরিয়ে সাতক্ষীরার মাটিতে পা রেখেছেন রোমা’নিয়ান তরু’ণী এলেনা। দুই দিন আগে রোমানিয়া থেকে বাংলাদেশের সাত’ক্ষীরায় এসে পৌঁ’ছেছেন তিনি। এলেনা থাকছেন সাতক্ষীরা শহ’রের অদূরে বিণেরপোতা এলা’কার ঋশি’ল্পী ইন্টারন্যা’শনাল নামের একটি বেসরকারি সংস্থায়।

রোমা’নিয়ান এই তরু’ণী এক’জন পর্য’টক। পুরো বিশ্ব একবার ঘুরে দেখার ইচ্ছে তার। এ পর্যন্ত মোট ২৯টি দেশ ভ্রমণ করেছেন তিনি। সর্বশেষ ভারত থেকে বাংলাদেশে এসেছেন এই তরু’ণী। এক মাস আগে ইতালি থেকে মোট’রসাইকেল চড়ে বাংলাদেশের সাতক্ষীরায় এসেছেন এলে’নার ব’ন্ধু আন্দ্রে’য়া। তরুণ আন্দ্রে’য়া ঋশি’ল্পী ইন্টার’ন্যাশ’নাল সংস্থা’টির এক’জন দাতা (ডোনার)।

আন্দ্রিয়ার আহ্বা’নে তার বন্ধু এলেনা বাংলাদেশে এসেছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) এলেনা ও আন্দ্রে’য়ার আহ্ববা’নে তাদের বন্ধু ইলে’রিও ভারত থেকে ভোমরা স্থলব’ন্দর হয়ে সাত’ক্ষী’রায় এসেছেন। বাংলাদেশে আসার অনুভূতি নিয়ে রোমা’নিয়ার বাসিন্দা এলেনা জানান, আমি এক’জন বিশ্ব ভ্রম’ণকারী। দীর্ঘ তিন বছর ধরে ভ্রমণ করছি। ইতোমধ্যে বিশ্বের ২৯টি দেশ আমি ভ্রমণ করেছি।

বিশেষ করে মুসলিম দেশগু’লোর সংস্কৃতি আমার খুব ভালো লাগে আর সেই ভালো’লাগা থেকেই বাংলা’দেশে আসা। এখানকার সং’স্কৃতিও আমাকে মুগ্ধ করেছে। এখানকার সবকিছু পর্যবেক্ষণ করছি। এখানে কিছু করা যায় কিনা সে বিষয়টি নিয়ে তিনি ভাবছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2