avertisements 2

বুশফায়ারে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে ফান্ড রেইজিং ডিনার ৫ই এপ্রিল

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৬ ফেব্রুয়ারী, বুধবার,২০২০ | আপডেট: ০৪:১৮ পিএম, ১৫ ডিসেম্বর,রবিবার,২০২৪

Text

সাম্প্রতিক কালের ভয়াবহ দাবানলের কথা সবারই জানা। এই ডিজাস্টার ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে অনেকের মত বাংলাদেশ অস্ট্রেলিয়া ডিজাস্টার রিলিফ কমিটিও ( BADRC)  এগিয়ে এসেছে। অর্থ সংগ্রহ করছে বিভিন্ন উপায়ে। অন লাইন প্রচারনা, মেলা, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান / অর্গানাইজেশন/ বিজনেস কমুনিটির সাথে যোগাযোগ করে,সরাসরি ব্যাঙ্ক একাউন্টে জমা নেয়ার প্রচার কার্য এবং প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। 

অর্থ সংগ্রহের এই ধারাবাহিকতায় বাংলাদেশ ডিজাস্টার রিলিফ কমিটি একটি ফান্ড রেইজিং ডিনারের ব্যবস্থা করেছে আগামী  ৫ই এপ্রিল, রবিবার, সন্ধ্যা ৬ টা ভেন্যুঃ রেড রোজ ফাঙ্কশন সেন্টার রকডেল  টিকেট সংগ্রহ এবং বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন ওয়ালি ইসলাম     ০৪৩১৫৫৭৩৩৫ আফসার আহমেদ  ০৪৩১৬৩৬৭৮২ Email  : badrc1998@gmail.com আপনারা সরাসরি ব্যাঙ্কেও আপনাদের অনুদান পাঠাতে পারেন। বিস্তারিত লিফলেটে দেয়া আছে। আসুন, আমরা সবাই ক্ষতিগ্রস্থ আর্ত মানবতার সাহাযার্থে হাত বাড়াই।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2