avertisements 2

১৪ই মার্চ এক্স এরিকসন বাংলাদেশ ফ্যামিলি অস্ট্রেলিয়া এর দ্বিতীয় পুনর্মিলনী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২২ ফেব্রুয়ারী,শনিবার,২০২০ | আপডেট: ০২:২৭ পিএম, ১৩ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

আগামী ১৪ই মার্চ ২০২০, শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ""এক্স এরিকসন বাংলাদেশ ফ্যামিলি, অস্ট্রেলিয়া"" এর দ্বিতীয় পুনর্মিলনী। সিডনিতে অবস্থিত “পন্ডস” - এর “দা পন্ডস কমিউনিটি হাব” - এ অনুষ্ঠিতব্য দিনব্যাপী এই আয়োজনে অস্ট্রেলিয়াতে অবস্থানরত এরিকসন বাংলাদেশের প্রাক্তন কর্মীরা সপরিবারে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানসূচিতে রয়েছে স্বাগত বক্তব্য, পরিচয়পর্ব, শিশুদের গেম্স্, বড়দের নানারকম মজার প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নানাবিধ রসনা বিলাসের আয়োজন।

সকলের সক্রিয় অংশগ্রহণে আয়োজনটি নিঃস্বন্দেহে স্মরণীয় হয়ে থাকবে। ১৪৩ বছরের ঐতিহ্যবাহী টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান এরিকসন গত ২৩ বছর যাবৎ বাংলাদেশে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অস্ট্রেলিয়ায়  এই মুহূর্তে প্রায় দুই শতাধিক প্রাক্তন কর্মী বসবাস করছেন।   পুনর্মিলনী সংক্রান্ত যেকোন তথ্যের জন্য অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ বিন বাবর (০৪৭০ ২৭৮ ৮০৪) অথবা প্রধান সমন্বয়ক এ্যাডোনিস ইকবাল (০৪৩০ ৬৬০ ৬৫০) এর সাথে যোগাযোগের অনুরোধ জানানো যাচ্ছে। 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2