avertisements 2

আগামী ২৩ জুন সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের বার্ষিক সাধারন সভা

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ জুন,মঙ্গলবার,২০১৯ | আপডেট: ০৬:৪৩ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

নাইম আবদুল্লাহঃ আগামী ২৩ জুন (রবিবার) দুপুর ১২ টায় ইঙ্গেলবার্নের দাওয়াত রেস্টুরেন্টে সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের বার্ষিক সাধারন সভা ও নুতন কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে।    সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নুতন সদস্য পদের আবেদন ও পুরাতন সদস্য পদ নবায়নের শেষ তারিখ আগামী ১২ জুন।

এছাড়াও মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২০ জুন।    এই সংক্রান্ত যে কোন তথ্য অথবা সদস্য পদ ও মনোনয়ন পত্রের জন্য কাউন্সিলের সভাপতি ডঃ এনামুল হক ( ০৪১৬ ৭৪৭ ৯১৪), সাধারন সম্পাদক মোহাম্মদ আব্দুল মতিন ( ০৪৩৩ ৩৪৮ ৮০২) ও সহ সাধারন সম্পাদক আউয়াল খান ( ০৪৬৯ ৫৬৭ ৮০৮) এর সাথে যোগাযোগ করা যাবে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2