avertisements 2

একজন মৃত্যুপথ যাত্রী অস্ট্রেলিয়া প্রবাসী বোনকে বাঁচাতে এগিয়ে আসুন

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ মে,মঙ্গলবার,২০১৯ | আপডেট: ০৪:৩২ এএম, ১৩ মে,সোমবার,২০২৪

Text

ইউসরা এস আলমগীর অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশী ও এক্স এআইবূয়্যান। ২০১৬ সালে অস্ট্রেলিয়ায় স্টুডেন্ট ভিসায় সপরিবারে পড়াশুনার জন্য আসে। সবমিলিয়ে ভালোই চলছিল স্বামীকে নিয়ে তার প্রবাস জীবনের দিনগুলো। ২০১৭ সালে  কাঁধের প্রচন্ড ব্যথা নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার পর,  পরীক্ষা নীরিক্ষার পর তাকে জানানো হয় ক্যান্সার নামক মরণব্যাধি তার শরীরে বাসা বেধেছে। যা কিনা ৪র্থ পর্যায়ের স্তন্য ক্যান্সার।  বর্তমানে তা তার ফুসফুসে ছড়িয়ে পড়েছে। 

দুই পরিবারের সর্বস্ব দিয়ে ইউসরা  এই পর্যন্ত তার চিকিৎসা ব্যয় চলছে। কিন্তু স্বজনদের দেয়া অর্থনৈতিক সহযোগিতাতেও তার চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। কিন্তু তার চিকিৎসার জন্য এখনোও প্রায় ৭০০০০ হাজার ডলারের প্রয়োজন। এর জন্য তহবিল সংগ্রহে এগিয়ে এসেছে এক মুঠো সোসাইটি। এই সংগঠনটির উদ্যোক্তা সাব্বির ফেরদৌস জনিয়েছেন তাদের এই আহবানে সাড়া দিয়ে  অজি  সিস্টারহুড, বাংলাদেশী ডাক্তারদের সংগঠন, সিডনি, মেলবোর্ন ব্রিসবেন অ্যাডেলাইড বাংলাদেশী ফেসবুক গ্রুপ,  ইউএনএসডাব্লিউ, ইউকিউ, মোনাশ বা ম্যাকউইরি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশী ছাত্র সংগঠন,  মধ্যপ্রাচ্য ভিত্তিক কমিউিটি সংগঠন এবং অস্ট্রেলিয়া জুড়ে বসবাসরত প্রবাসীরা  তার চিকিৎসা সহায়তায় এগিয়ে এসেছে। এবং এই পর্যন্ত প্রায় ৫২০০০  হাজার ডলার উত্তোলন করা সম্ভব হয়েছে। 

তিনি জানান ইউসরা অলৌকিকতায় বিশ্বাস করে এবং যদি সে তার চিকিৎসা চালিয়ে যেতে পারে তবে একটি অলৌকিক ঘটনা ঘটতে ও পারে। তাই আপনাদের একটু সাহায্যই পারে ইউসরার জীবন প্রদীপ জ্বালিয়ে রাখতে। আপনারা যদি আরেকটু পাশে দাঁড়ান এটা কোনো সমস্যাই না আমাদের লক্ষ্য ৭০০০০ ডলারে পৌঁছানো ।  সম্প্রতি ইউসরা তার ফেসবুক আইডিতে একটি আবেগআপ্লুত স্ট্যাটাস দিয়েছেন। সেখানে ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা উল্লেখ করে করে লিখেছেন সকলের দোয়া চেয়েছেন।  পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-“স্টেজ ৪ ব্রেস্ট ক্যান্সার - কেমোথেরাপী আর CT স্ক্যান আমাকে ছাড়ছেই না। সেই ২০১৭ আগে আল্লাহর অশেষ রহমতে ভালো ছিলাম!! ১৭ -১৯ সাল অনেক কষ্টের যাচ্ছে | এই রমজান মাসে আপনাদের কাছে বলছি কারো সাথে কখনো যদি কোন অন্যায় করে থাকি, নিজ গুনে ক্ষমা করে দিবেন - এতটুকু আশা তো করতেই পারি।

কারন এতো কষ্ট এখন আর সহ্য করতে পারছি না - - - - - - । ৩০ মে ২০১৯ CT স্ক্যান করবে তারপর ভুজতে পারবে আমি কোন অবস্থায় আছি, আমার জন্য অনেক অনেক দুয়া করবেন | পরম করুণাময় আল্লাহতায়ালা এবার অবশ্যই দয়া করবেন - এ আশা নিয়েই নিজেকে সান্তনা দিচ্ছি। আল্লাহ্ সর্বশক্তিমান কোন কিছুই তাঁর ক্ষমতার উর্ধ্বে নয়, আমিন।”  ভুপেন হাজারিকার সেই বিখ্যাত গানেই বলত হয় ""মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য,  একটু সহানুভুতি কি..মানুষ পেতে পারেনা ও বন্ধু।""  ইউসরাকে সহযোগীতা পাঠানোর  ঠিকানা- Yousra Alamgir Account number: 10730976 BSB number: 063262 Commonwealth bank. GoFundMe : https://www.gofundme.com/1m4j90elk0?sharetype=teams&member=2099144&utm_medium=copy_link&utm_source=customer&utm_campaign=p_na+share-sheet&rcid=749ff65def5b4694aca6c3cc7b466073&fbclid=IwAR2yay9WuWjMZHTY2Sj_L3Zjdo2aykFfWBKMWI-Q6Q1Du2N2H5-yIma5Tl4 Paypal account : https://www.paypal.me/eked

বিষয়:

আরও পড়ুন

avertisements 2