avertisements 2

ক্যাম্পবেলটাউন মাল্টিকালচারাল সোসাইটির আয়োজনে

১লা অক্টোবর " ক্রিয়েট হারমনি ইন লাইফ"

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১২:০০ এএম, ৩ সেপ্টেম্বর,রবিবার,২০২৩ | আপডেট: ০৩:৪৬ পিএম, ২০ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

 আগামী ১লা অক্টোবর রবিবার  মিন্টোর রন মরি কমিউনিটি সেন্টারে  পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির জন্য আয়োজন করা হয়েছে সচেতনতা মূলক সেমিনার  " ক্রিয়েট হারমনি ইন লাইফ"। ঐদিন সকাল ১০ থেকে দুপুর ১ টা পর্যন্ত সেমিনার চলবে।
প্রসঙ্গত সাল ২০১৮ সাল থেকে থেকে ক্যাম্পবেলটাউন মাল্টিকালচারাল সোসাইটির এই  সেমিনারটির   আয়োজন করে আসছে।
পারিবারিক সহিংসতা প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধি, পারিবারিক জীবনে সম্প্রীতির বন্ধন তৈরি করা এবং জীবনের অর্থ এবং তৃপ্তি খুঁজে পেতে কিছু কাজ করতে উৎসাহিত করা হয় সেমিনারে।

ক্যাম্পবেলটাউন মাল্টিকালচারাল সোসাইটির সভাপতি  এনাম হক এক বিবৃতিতে সেমিনারটি সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছেন।
 

 

বিষয়:

আরও পড়ুন

avertisements 2