মামলার লড়াইয়ে হেরে গেলেন ট্রাম্প
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০৭:৩১ পিএম, ৬ নভেম্বর,শুক্রবার,২০২০ | আপডেট: ০৭:৩৫ এএম, ১৯ এপ্রিল,শনিবার,২০২৫

ভোটে জালিয়াতির অভিযোগ তুলেছিল ট্রাম্প শিবির। কিন্তু এ প্রেক্ষিতে কোনো প্রমাণ না দেয়ায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শিবিরের মামলা প্রত্যাহার করেন বিচারক। শেষ পর্যন্ত জর্জিয়া ও মিশিগানে আইনি লড়াইয়ে হেরে গেছে ট্রাম্প শিবির।
এ খবর দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, মিশিগান ও জর্জিয়াতে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে। কিন্তু সেখানে কোনো জালিয়াতির প্রমাণ দিতে পারে নি রিপাবলিকান শিবির। ফলে আদালতের লড়াইয়ে এ দুটি রাজ্যে হেরে যাওয়ার পর নেভাদায় তারা নতুন করে অনিয়মের অভিযোগে মামলা করার কথা জানিয়েছে।
ট্রাম্প শিবিরের অভিযোগ, সেখানে বিলম্বে যাওয়া ৫৩টি ব্যালট মূল ব্যালটের সঙ্গে মিশিয়ে ফেলা হয়েছে। মিশিগানে তারা ভোট গণনা বন্ধ করার আবেদন জানিয়েছে। কিন্তু বৃহস্পতিবার দুটি অভিযোগই উড়িয়ে দিয়েছেন রাজ্যের বিচারকরা।
জর্জিয়ার সুপেরিয়র কোর্ট জজ জেমস ব্যাস বলেছেন, ব্যালট নিয়ে যে প্রশ্ন তোলা হয়েছে, প্রমাণ না থাকায় সেই অভিযোগের বৈধতা নেই। মিশিগানের বিচারক সিনথিয়া স্টিফেনস বলেছেন, অভিযোগের কোনো সত্যতা পাই নি। এসব রায়ের পর ট্রাম্প শিবিরের কোনো মন্তব্য পাওয়া যায় নি। তবে তারা এটা বলেছে যে, নেভাদার জনপ্রিয় এলাকা ক্লার্ক কাউন্টিতে ভোটে অনিয়ম হয়েছে। এ তিনটি রাজ্যে এখনও ভোট গণনা চলছে। এর মধ্যে নেভাদায় এগিয়ে আছেন বাইডেন। জর্জিয়ায় তিনি ট্রাম্পকে ছুঁই ছুঁই করছেন।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
