avertisements 2

‘পোস্টাল ভোটগুলো মঙ্গলগ্রহ বা মৃতদের কাছ থেকে এসেছে’ ট্রাম্প শিবির

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০১:৩৮ পিএম, ৫ নভেম্বর,বৃহস্পতিবার,২০২০ | আপডেট: ১১:২৬ এএম, ১৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পেনসেলভেনিয়া, মিশিগান ও জর্জিয়ার বিরুদ্ধে স্থানীয় সময় বুধবার মামলা ঠুকেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান প্রচারণা শিবির। রাজ্যটিতে পুত্র এরিক ট্রাম্প ও ব্যক্তিগত আইনজীবী রুডি গিলানিকে পাঠিয়েছেন তিনি। এখনো প্রায় ১০ লাখ মেইল-ইন- ভোট গণনা বাকি থাকা সত্ত্বেও তারা দাবি করছেন, এই রাজ্যে জয় পেয়েছেন ট্রাম্প। এপি/ডেইলি মেইল

রিপাবলিকান প্রচারণা শিবির অভিযোগ করেছে, পেনসেলভেনিয়া ও নাভাদার ভোট গণনার সময় তাদের প্রচারণার পরামর্শকদের প্রয়োজনীয় প্রবেশাধিকার দেয়া হয়ে নি। ডেমোক্রেটদের ওপর মেইল-ইন-ব্যালট চুরির অভিযোগ করে রুডি গিলানি বলেছেন, ‘আপনারা আমাদের বোকা ভেবেছেন? এই সব পোস্টাল ব্যালট জালিয়াতি ছাড়া কিছুই নয়। এগুলো মঙ্গলগ্রহ ও কানাডা থেকে এসেছে, না হয় মৃত ব্যক্তিদের পাঠানো।’

প্রসঙ্গত, প্রতিবার মার্কিন নির্বাচনের দিন দিন রাতেই অনানুষ্ঠানিক ফলাফল চলে আসে। কিন্তু এবার রেকর্ড পরিমাণ পোস্টাল ভোট জমা পড়ার কারণে ভোট গণনায় বিলম্ব হচ্ছে।

এদিকে পেনসেলভেনিয়ার অ্যাটর্নী জেনারেল জোশ সাপিরো বলেছেন, ‘এই মামলা যতটা না আইনী তার চেয়ে বেশি রাজনৈতিক। ভোট গণনায় সম্পূর্ণ স্বচ্ছ্বতা রয়েছে। দুই পক্ষের পর্যবেক্ষকদের উপস্থিতিতে গণনা চলছে।’ মিশিগানের ডেমোক্রেট সেক্রেটারি অব স্টেট জোসেলিন বেনসন বলেন, ‘অবাধ একটি নির্বাচনে অংশ নেয়া মিশিগানের ভোটারদের সাংবিধানিক অধিকারকে খর্ব করতেই এই মামলা দায়ের করা হয়েছে।’

ট্রাম্প শিবিরের ডেপুটি ক্যাম্পেইন ম্যানেজার জাস্টিন ক্লার্ক জানিয়েছেন, পেনসেলভেনিয়ার বিরুদ্ধে সুপ্রিমকোর্টে পৃথকভাবে আরেকটি আবেদন জানিয়েছেন। আনুষ্ঠানিক নির্বাচনের তিনদিন পরও পোস্টাল ভোটগুলো গণনার জন্য গ্রহণ করা ঠেকাতে আদালতে আপিল করেছেন তারা।

রিপাবলিকান শিবির উইসকনসিনের ভোট পুনগণনা করতেও আবেদন জানিয়েছে। এই রাজ্যে বাইডেন জয় পাওয়ার পর রিপাবলিকান প্রচারণা দলের ব্যবস্থাপক বিল স্টেফান বলেছেন, ‘উইসকনসিনের কয়েকটি কাউন্টিতে অনিয়ম দেখা গিয়েছে।’ তবে তিনি নির্দিষ্ট কোনো অনিয়মের কথা উল্লেখ করেন নি।

হোয়াইট হাউসে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্প বলেছেন, ‘এই অনিশ্চিত লড়াই যা সুপ্রিমকোর্ট পর্যন্ত যাবে।’ ট্রাম্পের মন্তব্য ২০০০ সালের মার্কিন নির্বাচনে সুপ্রিমকোর্টের হস্তক্ষেপের কথা স্মরণ করিয়ে দিচ্ছে।আস

বিষয়: ট্রাম্প
avertisements 2