ভারতীয় জেলেদের পাথর দিয়ে পেটাল শ্রীলংকার নৌবাহিনী!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:৪০ পিএম, ৩১ অক্টোবর,শনিবার,২০২০ | আপডেট: ১২:২৭ এএম, ১৯ এপ্রিল,শনিবার,২০২৫

একটি ভারতীয় জেলে দলকে মারধর করার অভিযোগ উঠেছে শ্রীলংকার নৌবাহিনীর বিরুদ্ধে। সোমবার রাতে অনধিকার প্রবেশের অভিযোগে তাদের ওপর হামলা করা হয়। এতে এক জেলে আহত হয়েছেন।
মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রামেশ্বরম থেকে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল জেলেদের দলটি। তারা কাটচাথিভু দ্বীপের কাছে মাছ ধরার সময় আচমকা হামলা চালায় লঙ্কান নৌবাহিনী।
ওই অঞ্চলকে শ্রীলঙ্কার জলসীমা দাবি করে ভারতীয় জেলেদের অবিলম্বে এলাকা ছেড়ে যেতে বলা হয়। এসময় পাথর ছুড়ে তাদের ওপর হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে। এতে অন্তত এক জেলে আহত হয়েছেন।
এছাড়া, ভারতীয় জেলেদের অনেকগুলো জাল ছিড়ে ফেলা হয়েছে। বেশ কয়েকটি ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও অভিযোগ উঠেছে। হামলার মুখে বাধ্য হয়ে তামিলনাড়ু উপকূলে ফিরে যান ভারতীয় জেলেরা।
জেলেরা দাবি করেছে, তারা লংকান জলসীমায় যাননি।তাদের ওপর পাথর নিক্ষেপ এবং তাদের জাল ছিড়ে ফেলা হয়েছে।
এ বিষয়ে এক সিনিয়র কর্মকতা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ দায়ের করা হয়নি। তবে এ ঘটনায় তদন্ত চলছে। তিনি বলেন, সব জেলেরা তীরে ফিরে এসেছে। কেউই অভিযোগ করেনি। আহত জেলে রমেসওয়ারাম তামিল নাডুর বাসিন্দা।
উল্লেখ্য চলতি মাসের শুরুর দিকে দুই হাজার ভারতীয় জেলে হামলার মুখে পড়েছিলেন বলে দাবি ভারতের। এ ঘটনায় শতাধিক ট্রলার ক্ষতিগ্রস্ত হয়েছিল। এ বিষয়ে নয়াদিল্লিকে হস্তক্ষেপের আবেদন জানিয়েছে তামিলনাড়ু সরকার।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
