মোষের চেয়েও কম দাম! সস্তায় সিংহ বিক্রি হচ্ছে পাকিস্তানে
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ জুলাই,রবিবার,২০২২ | আপডেট: ০৯:৩৬ পিএম, ২১ এপ্রিল,সোমবার,২০২৫

পাকিস্তানে মোষের থেকে সস্তায় মিলছে সিংহ। সে দেশের স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, পাকিস্তানে মোষের দাম শুরু হচ্ছে সাড়ে তিন লক্ষ টাকা থেকে। যা ক্ষেত্রবিশেষে গিয়ে ১০ লক্ষ টাকাতেও ঠেকছে। অথচ পশুরাজের মালিকানা পাওয়া যাচ্ছে দেড় লক্ষ টাকা খরচ করলেই।
পাকিস্তানের একটি টিভি চ্যানেল এই তথ্য দিয়ে জানিয়েছে, লাহেৌরের ‘সাফারি জু’ তাদের কাছে থাকা অন্তত ১২টি আফ্রিকান সিংহ বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েক দিন ধরেই তহবিলে টান পড়েছে চিড়িয়াখানাটির। সেই অভাব মেটাতে ১২টি আফ্রিকান সিংহের (তিনটি সিংহীও আছে তার মধ্যে) এক একটিকে দেড় লক্ষ টাকা করে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
পাক সংবাদমাধ্যম জানিয়েছে, লাহেৌরের ওই চিড়িয়াখানাটি ১৪২ একর এলাকা জুড়ে বিস্তৃত। সেখানে ৪০টিরও বেশি এই আফ্রিকান সিংহ রয়েছে। চিড়িয়াখানা সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এতগুলি সিংহের দেখভাল করা এবং তাদের খরচ সামলে উঠতে পারছেন না চিড়িয়াখানা কর্তৃপক্ষ। তার জন্যই বিক্রি করার সিদ্ধান্ত।
বস্তুত গোটা পাকিস্তানই এই মুহূর্তে কিছুটা আর্থিক সমস্যার মধ্যে দিয়ে চলেছে। মাত্রাছাড়া দাম বেড়েছে জ্বালানির। দাম বেড়েছে নিত্য প্রয়োজনীয় জিনিসেরও। ওই সংবাদমাধ্যমটি আরও জানিয়েছে, অগস্টের প্রথম সপ্তাহ থেকেই ওই সিংহগুলি কেনা যাবে লাহেৌরের চিড়িয়াখানা থেকে। পশু নিয়ে উৎসাহী দেশের নাগরিকদেরই ওই সিংহ বিক্রি করা হবে। উল্লেখ্য, এর আগে গত বছরেও এই চিড়িয়াখানা কর্তৃপক্ষ ১৪টি সিংহ বিক্রি করে দিয়েছিল তাদের সংগ্রহ থেকে।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
