avertisements 2

বিশ্বজুড়ে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ কোটি ছাড়ালো

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ০২:১৩ পিএম, ২১ অক্টোবর, বুধবার,২০২০ | আপডেট: ১১:২৯ এএম, ২৭ ডিসেম্বর,শুক্রবার,২০২৪

Text

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪ কোটি ২ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ পর্যালোচনাকারী সংস্থা ওয়ার্ল্ড ওমিটারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, বিশ্বে আজ সোমবার বাংলাদেশ সময় সকাল নাগাদ করোনায় সংক্রমিত শনাক্ত রোগী ৪ কোটি ২ লাখ ৬৪ হাজার ২১৯ জন।

আর বিশ্বে করোনায় মোট মারা গেছেন ১১ লাখ ১৮ হাজার ১৬৭ জন। বিশ্বে করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ১ লাখ ৮ হাজার ৩৪ জন।

এখন পর্যন্ত বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮৩ লাখ ৮৭ হাজার ৭৯৯ জন। মারা গেছেন ২ লাখ ২৪ হাজার ৭৩০ জন।

ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৭৫ লাখ ৩৮ হাজার ২৩৮ জন। দেশটিতে মারা গেছেন ১ লাখ ১৪ হাজার ৬৪২ জন।

ব্রাজিল আছে তৃতীয় অবস্থানে। ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৫২ লাখ ৩৫ হাজার ৩৪৪ জন। দেশটিতে মারা গেছেন ১ লাখ ৫৩ হাজার ৯০৫ জন।

বাংলাদেশ পরিস্থিতি:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৬৬০ জনে। এছাড়া, নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৪ জনের শরীরে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তর থেকে রবিবার পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আরও ১ হাজার ৬৭৪ জন করোনা থেকে সুস্থ হয়েছেন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ৩ লাখ ৩ হাজার ৯৭২ জনে দাঁড়িয়েছে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭৮.২৩ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2