avertisements 2

ইসরায়েলি বাহিনীর গুলিতে আল জাজিরার সাংবাদিক নিহত

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১১ মে, বুধবার,২০২২ | আপডেট: ০৩:৪৩ পিএম, ১০ জানুয়ারী,শনিবার,২০২৬

Text

অধিকৃত পশ্চিম তীরের জেনিনে পেশাগত দায়িত্ব পালনকালে আল জাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহকে ইসরায়েলি বাহিনী মাথায় গুলি করে হত্যা করেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

বুধবার (১১ মে) জেনিন শহরে ইসরায়েলি অভিযান কভার করার সময় তাকে হত্যা করা হয়।

আল জাজিরার নিদা ইব্রাহিম বলেন, তার মৃত্যুর পরিস্থিতি স্পষ্ট নয়। তবে ঘটনার ভিডিওতে দেখা যায় আবু আকলেহকে মাথায় গুলি করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা এখন যা জানি তা হলো ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় তার মৃত্যুর ঘোষণা দিয়েছে। শিরিন আবু আকলেহ, যিনি জেনিনে সংঘটিত ঘটনাগুলো, বিশেষ করে অধিকৃত পশ্চিম তীরের উত্তরে একটি শহরে ইসরায়েলি অভিযানের খবর কভার করছিলেন।

ইব্রাহিম কান্নারত অবস্থায় বলেন, আবু আকলেহ একজন ‘খুব ভালো সাংবাদিক’ ছিলেন, যিনি ২০০০ সালে দ্বিতীয় ফিলিস্তিনি ইন্তিফাদার শুরু থেকে আল জাজিরার সঙ্গে কাজ করছেন।

সূত্র : আল জাজিরা

বিষয়:

আরও পড়ুন

avertisements 2