avertisements 2

দর্জি পেশার আড়ালে ৯ বছরে ৩৩ খুন, ধরা পড়ল সিরিয়াল কিলার!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১২ ফেব্রুয়ারী,শনিবার,২০২২ | আপডেট: ০২:৩১ পিএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪

Text

ছবিতে সিরিয়াল কিলার আদেশ খামরা ও তার গ্যাং

নাম আদেশ খামরা। এক ডাকে সবাই তাকে চেনে। ভালো দর্জি হিসেবে নিজের এবং আশপাশের এলাকায় বেশ নামডাক তার। কিন্তু রাত হলেই বদলে যেত দিনে জামাকাপড় সেলাই করা আদেশ খামরার। তখন আর তিনি সকলের প্রিয় দর্জি নন, হয়ে উঠতেন দুর্ধর্ষ খুনি!

ঘটনা ভারতের ভোপালের। খুন করার জন্য রাতের আঁধারকেই বেছে নিতেন ওই এলাকার বাসিন্দা আদেশ। দিনে তিনি একেবারে ছাপোষা দর্জি। ফলে পাড়ার লোক তো বটেই বাড়ির লোকরাও কোনো দিন টের পাননি আদেশ একজন সিরিয়াল কিলার। সম্প্রতি পুলিশের জালে ধরা পড়েছেন আদেশ এবং তার গ্যাং।

পুলিশ জানিয়েছে, গত নয় বছর ধরে ভারতের ছয় রাজ্যে মোট ৩৩ জনকে খুন করেছেন আদেশ। তার শিকার ছিলেন ট্রাকচালকরা। হাইওয়ের পাশের হোটেলগুলোতে জাল বিছাতেন আদেশ ও তার গ্যাং। সেখানেই ট্রাকচালকদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে ঘনিষ্ঠতা বাড়িয়ে তুলতেন। তাদের বিশ্বাস অর্জন করতেন। এর পরই সেই ট্রাকচালকের গাড়িতে উঠতেন আদেশ।

একটু ফাঁকা জায়গায় আগে থেকেই তার দলের লোকজন অপেক্ষা করতেন। হাইওয়ে ধরে ট্রাক সেই জায়গায় পৌঁছাতেই চালকের উপর হামলা চালাতেন আদেশ। তারপর তাকে খুন করে সমস্ত জিনিস এমনকি ট্রাকের মালপত্র লুট করে ফাঁকা জায়গায় সেই ট্রাক ফেলে পালাতেন।

ভারতের মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশসহ বেশ কয়েকটি রাজ্যে ট্রাকচালকদের এমন খুনের ঘটনা দিনের পর দিন বাড়ছিল। তদন্তে নামে মহারাষ্ট্র ও মধ্যপ্রদেশের পুলিশ। এই দুই রাজ্যে যত খুন হয়েছে সব নমুনা সংগ্রহ করেন তারা। দেখা যায়, দুই রাজ্যে যত ট্রাকচালক খুন হয়েছেন, খুনের ধরন সব এক।

তদন্ত আরও জোরদার করতেই এক এক করে সব সূত্র এক জায়গায় এনে দুই রাজ্যের পুলিশ ভোপালের মণ্ডিদীপে আদেশের এলাকায় পৌঁছায়। পাকড়াও করা হয় সিরিয়াল কিলার আদেশ খামরাকে। কিন্তু প্রথমে খুনের কথা স্বীকার করেননি আদেশ। তারপর তিনি যা বর্ণনা দেন, তাতে চমকে ওঠেন তদন্তকারী কর্মকর্তারা। জেরায় আদেশ স্বীকার করেন, ছয় রাজ্যে ৩৩ জন ট্রাকচালককে খুন করেছেন তিনি।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2