avertisements 2

করোনায় একজনের মৃত্যুতে ‘শোকে পাথর’ ভুটানের প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০৬:১৩ এএম, ১১ আগস্ট,সোমবার,২০২৫

Text

করোনা ভাইরাস মোকাবেলায় অনেকটা সফল ভুটান। দেশটিতে নতুন করে করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা চার জনে দাঁড়িয়েছে। চতুর্থ জনের মৃত্যু হওয়াতেই গভীর শোক জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং। লোটে শেরিং বলেন, মহামারীর বিরুদ্ধে লড়াই করার জন্য আরও কাজ করা দরকার ছিলো। এই সপ্তাহে করোনায় মৃত্যু একটি 'তিক্ত স্মৃতি'। আমাদের আরও কিছু করতে হবে। 

শনিবার (২৯ জানুয়ারি) এক ফেসবুক বার্তায় শেরিং বলেন, 'করোনায় আরও একটি মূল্যবান জীবন হারিয়েছে তা জেনে বুলেটের আঘাতের মতো মনে হয়েছিলো। আমি জাতির সঙ্গে শোক প্রকাশ করছি ও আমাদের প্রিয় বন্ধুর জন্য প্রার্থনা চালিয়ে যাচ্ছি।' দেশটির এই প্রধানমন্ত্রী বলেন,  ভুটান করোনাকে সম্পূর্ণরূপে নির্মূল করতে প্রতিশ্রুতিবদ্ধ। 

প্রতিবেদনে বলা হয়েছে, করোনায় গত শুক্রবার দেশটিতে নতুন করে একজনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে নতুন করে শনাক্ত হয়েছে ২০৫ জন। করোনার আবির্ভাবের পর দেশটিতে মোট করোনা রোগীর সংখ্যা ৫ হাজারের কম। এছাড়া দেশটির সকল প্রাপ্ত বয়স্ক লোককে ২০২১ সালের মাঝ বরাবর টিকা দেওয়া সম্পন্ন হয়েছে।  প্রায় ৮ লাখ জনসংখ্যার দেশটি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় করোনা মোকাবেলায় অনেক এগিয়ে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2