‘বাড়াবাড়ি করলে ড্রোন ছুড়ব’— ইসরাইলের প্রধানমন্ত্রীকে হুমকি!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১ ফেব্রুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:২০ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
২০২১ সালে ইসরাইলের প্রধানমন্ত্রী হন নাফতালি বেনেট। এর মাধ্যমে ইসরাইলে নেতানিয়াহু যুগের অবসান হয়। তবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার আগে নেতানিয়াহু বেনেটকে ড্রোন দিয়ে হামলা করার হুমকি দিয়েছিলেন। এমন দাবি করেছেন বর্তমান প্রধানমন্ত্রী বেনেট নিজে।
হারেজত নামে ইসরাইলের এক গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে এ তথ্য জানিয়েছেন নাফতালি বেনেট। সরকার গঠন করার আগে নেতানিয়াহুর সঙ্গে ২০২১ সালের মে মাসে কথা বলেন বেনেট। তখনই তাকে হুমকি দেন নেতানিয়াহু।
এ ব্যপারে নাফতালি বেনেট বলেন, সরকার গঠন করা আমার জন্য অনেক কঠিন ছিল। আমি জানতাম আমি কিসে যাচ্ছি। আমি জানতাম আমি সবচেয়ে বড় যুদ্ধে জড়াচ্ছি। তিনি আরো বলেন, যখন সে (নেতানিয়াহু) বুঝতে পারল তাকে পঞ্চমবারের মতো নির্বাচন করতে দেব না। সে তখন সত্যি সত্যি আমাকে হুমকি দেয়।
সে আমাকে বলে, শোন তুমি যা করতে যাচ্ছ আমার ধারণা যদি ঠিক হয়। তোমার জানা উচিত আমার যত শক্তি (সেনাবাহিনী) আছে সব তোমার উপর প্রয়োগ করব। আমি তোমার দিকে ড্রোন ছুঁড়ব। দেখা যাক।