avertisements 2

আম্বানিকে ছাড়িয়ে শীর্ষ ধনী গৌতম আদানি

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩০ জানুয়ারী,রবিবার,২০২২ | আপডেট: ০৪:৩৫ এএম, ১১ আগস্ট,সোমবার,২০২৫

Text

১০ কোটি ডলার সম্পদ বাড়ায় শুধু ভারত নয়, এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানিকে ছাড়িয়ে গেলেন দেশটির আরেক শিল্পপতি গৌতম আদানি। বৃহস্পতিবার আদানি গ্রুপের শেয়ারের দাম বাড়ায়, ধনীর তালিকার শীর্ষে উঠে আসেন তিনি।

বৃহস্পতিবার ভারতের শেয়ারবাজার বন্ধের পরে ভারত ও এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানিকে টপকে গেছেন শিল্পপতি গৌতম আদানি। এই প্রথম নয়, এর আগে ২০২১ সালের নভেম্বরেও একবার আম্বানিকে পেরিয়ে যায় আদানির মোট সম্পদ মূল্য। সে সময়ের হিসাবে জানা গিয়েছিল, আগের দুই বছরে আদানির সম্পদ বৃদ্ধির পরিমাণ ছিল প্রায় ১ হাজার ৮০৮ শতাংশ। সে জায়গায় আম্বানির একই সময়ে সম্পদ বৃদ্ধি পেয়েছে ২৫০ শতাংশের মতো।

ফোর্বস পত্রিকার ‘রিয়েলটাইম ডেটা নেটওয়ার্থ’ এর হিসাব মতে, বিশ্বের ১১তম ধনীর জায়গাও এখন আদানির দখলে। সম্প্রতি শেয়ারবাজারে পতন হলেও আদানি গ্রুপ খুব একটা ধাক্কা খায়নি। তাতেই আদানির এই উত্থান বলে দাবি করা হয়েছে।

বর্তমানে আদানির সম্পত্তির পরিমাণ ৮ হাজার ৯৫০ কোটি ডলার। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৬ দশমিক ৭২ লাখ কোটি রূপি। সেখানে মুকেশ আম্বানির সম্পদ ৮ হাজার ৯৪০ কোটি ডলার বা ৬ দশমিক ৭১ লাখ কোটি রূপি। শীর্ষ ধনীদের এই তালিকায় পরের প্রথম পাঁচে আছেন যথাক্রমে শিব নাদার, রাধাকৃষ্ণন দামানি ও লক্ষ্মী মিত্তাল।

এদিকে গুজরাটে বড় অঙ্কের বিনিয়োগ করতে চলেছে আম্বানি রিলায়েন্স। গুজরাটে মোট ৫ দশমিক ৯৫ লাখ কোটি রুপি বিনিয়োগের জন্য সমঝোতাপত্র সই করেছে রিলায়েন্স গোষ্ঠী। ১০০ গিগাওয়াটের অপ্রচলিত বিদ্যুৎকেন্দ্র ও হাইড্রোজেন শক্তি উৎপাদনের ব্যবস্থা গড়ে তুলতে তারা ৫ লাখ কোটি রুপি বিনিয়োগ করবে বলে নিশ্চিত করেছে। এজন্য জমি দেখার কাজ শুরু হবে। এছাড়া সৌরবিদ্যুৎ, ব্যাটারি স্টোরেজসহ চারটি কারখানা স্থাপনে বিনিয়োগ হবে প্রায় ৬০ হাজার কোটি রুপি। বাকি বিনিয়োগ হবে আম্বানি গোষ্ঠীর অন্যান্য ব্যবসায়।

অন্যদিকে গুজরাটকেন্দ্রিক আদানি গ্রুপ মূলত বন্দরসংক্রান্ত শিল্পের সঙ্গে যুক্ত হলেও এখন বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করেছে। চলতি মাসেই আদানি গোষ্ঠী ইস্পাত, পুনর্ব্যবহারযোগ্য শক্তিসহ অন্যান্য ক্ষেত্রে ব্যবসায়িক সুযোগ বৃদ্ধি করতে দক্ষিণ কোরিয়ার কোম্পানি ‘পস্কো’র সঙ্গে চুক্তি করেছে। এ বিনিয়োগ হতে পারে প্রায় ৩৭ হাজার ৫০০ কোটি রুপির। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প‍্যাটেলের উপস্থিতিতে এই সমঝোতাপত্র সই করে আদানিরা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2