avertisements 2

মোবাইল নিয়ে খেলতে খেলতে দেড় লাখ টাকার ফার্নিচার কিনল শিশু!

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৫ জানুয়ারী,মঙ্গলবার,২০২২ | আপডেট: ০১:২০ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

ছবি: সংগৃহিত

মোবাইল ফোন নিয়ে খেলছিল ২২ মাসের এক শিশু। এরপরই প্রায় দেড় লাখ টাকার ফার্নিচার কিনে ফেলে ওই শিশু। এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে।

মালয় মেইলের এক প্রতিবেদনে বলা হয়, মায়ের মোবাইল ফোন নিয়ে খেলছিল আয়ানশ কুমার নামের ওই শিশু। এরপর ওয়ালমার্ট থেকে ১ হাজার ৭০০ ডলার বা প্রায় ১ লাখ ৪৬ হাজার টাকা দিয়ে ফার্নিচার কিনে ফেলে আয়ানশ।

আয়ানশের বাবা প্রমোদ বলেন, সে কার্টে গিয়ে সেখানে যা ছিল, সব কিছু অর্ডার করে দেয়। টাকাও পরিশোধ করে দেয় সে।

স্থানীয় টিভি স্টেশন নিউজ12 জানিয়েছে, কিছুদিন আগেই নতুন বাসায় উঠেছে এই পরিবার। শিশুটির মা মধু অনলাইনে কেনাকাটা করতে অনেকটা সময় পার করেছেন। তার মোবাইল ফোনে তার পেমেন্টের সব তথ্যই জমা ছিল।

কিছু জিনিস পছন্দ করে কার্টে রাখেন তিনি। কিন্তু সেগুলোই তিনি কিনবেন কিনা তা চূড়ান্ত করেননি মধু। তবে এর আগেই তার ছেলে সব কিছু কিনে ফেলে। চোখের পলকেই এক হাজার ৭০০ ডলার খরচ করে ফেলে সে।

প্রমোদ বলেন, আমরা আয়ানশের হাতে মোবাইল ফোন দেখি। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। আমরা অর্ডার বাতিল করতে চেয়েও ব্যর্থ হই। আয়ানশের করা অর্ডার এখনও এই দম্পতির বাসায় আসছে।

এদিকে ভুল থেকে শিক্ষা নিয়ে মোবাইল ফোন থেকে ক্রেডিট কার্ডের সব তথ্য ও পাসওয়ার্ড মুছে দিয়েছেন এই দম্পতি। অন্যদিকে ওয়ালমার্ট এই দম্পতির ফেরত দেয়া কিছু আইটেমের অর্থ পরিশোধে রাজি হয়েছে। তাই অল্পের ওপর দিয়েই এ যাত্রায় বাঁচলেন তারা।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2