ব্রাজিলে দৈনিক আক্রান্তের নতুন রেকর্ড
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ জানুয়ারী,
বুধবার,২০২২ | আপডেট: ০৫:৩১ এএম, ২০ এপ্রিল,রবিবার,২০২৫

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে টালমাটাল হয়েছিলো ব্রাজিল। দেশটিতে আবারও সংক্রমণের রেকর্ড হলো। গত ২৪ ঘণ্টায় নতুন করে এক লাখ ৩৭ হাজারেরও বেশি মানুষের দেহে ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে।
এএফপি'র প্রতিবেদনে বলা হয়, ২১ কোটি ৩০ লাখ জনসংখ্যার দক্ষিণ আমেরিকার এ দেশ হচ্ছে মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর অন্যতম।
সর্বশেষ হিসাব অনুযায়ী, করোনাভাইরাসে দেশটির ৬ লাখ ২০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিক থেকে ব্রাজিল কেবলমাত্র যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্র হচ্ছে এ মহামারিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ।
করোনাভাইরাসের অতিসংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্ট দ্রুত ছড়িয়ে পড়ার কারণে নতুন বছরের শুরু থেকেই ব্রাজিলে আক্রান্তের হার অনেক বেড়ে যেতে দেখা যায়।
২০২১ সালের একেবারে শেষের দিকে প্রাত্যহিক নতুন আক্রান্তের গড় হার ছিল মাত্র আট হাজার। ২০২১ সালের জুনের আগে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ আক্রান্তের রের্কড ছিল ১ লাখ ১৫ হাজারের কিছু বেশি।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
