avertisements 2

ভয়াবহ বালুঝড়ে উড়ে গেল সৌদির কনসার্ট

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৯ জানুয়ারী, বুধবার,২০২২ | আপডেট: ০২:৪৪ এএম, ৯ মার্চ,শনিবার,২০২৪

Text

সৌদি আরবে অনুষ্ঠিত হতে যাওয়া এক সঙ্গীত কনসার্ট ভয়াবহ এক বালুঝড়ের কারণে বাতিল হয়েছে। এ বালুঝড়টি বিপুল ধুলা-বালিসহ আঘাত হানে। এর সাথে বয়ে বৃষ্টি। এতে বাধ্য হয়ে সৌদি সরকার কোরিয়ান পপ কনসার্ট বাতিল করে। সম্প্রতি আরব নিউজ তাদের প্রতিবেদনে এমন সংবাদ প্রকাশ করেছে।

গত শুক্রবার এ কোরিয়ান পপ সঙ্গীতের কনসার্টের সকল টিকিট বিক্রি হয়ে যাওয়ার পরেও এটা বাতিল করা হয়েছে। এ কোরিয়ান পপ কনসার্ট বাতিল হওয়ার এক সপ্তাহ আগে সৌদি আরবের জাজান প্রদেশে নৃত্যের অনুষ্ঠান আয়োজনের নির্দেশ দিয়েছিল দেশটির সরকার। ওই নৃত্যানুষ্ঠানে নারীরা ব্রাজিলের সাম্বা নৃত্য করেছিল।

আরব নিউজের প্রতিবেদন অনুসারে, শুক্রবার সৌদি আরবের রিয়াদে মধ্যম গতির বাতাস ও প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছিল। এ কারণে ঘরের বাইরে যেসব অনুষ্ঠান হওয়ার কথা ছিল তা বাতিল করা হয়। জনগণের নিরাপত্তার জন্যই রিয়াদের এসব অনুষ্ঠান বাতিল করা হয়। এরপর সূর্যাস্তের পরেও সমগ্র শহরে বৃষ্টিপাত হয় এবং বিপুল ধুলা-বালিসহ বালুঝড় শুরু হয়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2