avertisements 2

'টিকা নিয়ে উপকার পেয়েছি', ১১ বার ভ্যাকসিন নিলেন ৮৪ বছরের বৃদ্ধ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৭ জানুয়ারী,শুক্রবার,২০২২ | আপডেট: ০১:১৯ এএম, ২৫ ডিসেম্বর, বুধবার,২০২৪

Text

এখন এমন এক সময় যখন দ্বিতীয় ডোজ নিয়েও আক্রান্ত হচ্ছে একাধিক। এই আবহে এক অশীতিপর বৃদ্ধ দাবি করেছেন তিনি প্রায় ১১ বার টিকা নিয়েছেন।

ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদন অনুসারে, মাধেপুরা জেলার ওরাই গ্রামের একজন ৮৪ বছর বয়সি ব্যক্তি ভ্যাকসিনের ১১টি ডোজ নিয়েছেন। ১২ তম ডোজ নেওয়ার আগেই ধরা পড়ে ওই বৃদ্ধ। ওই ব্যক্তির নাম ব্রহ্মদেব মন্ডল। তিনি এতবার কেন ভ্যাকসিন নিয়েছেন এ প্রশ্ন করা হতেই অশীতিপরের জবাব, টিকার উপকারি প্রভাব পেয়েছেন তিনি।

প্রতিবেদনে তিনি বলেন, "আমি ভ্যাকসিন থেকে অনেক উপকৃত হয়েছি। এই কারণেই আমি বারবার এটি নিয়েছি। তাঁর কথায় সরকার দারুণ একটি জিনিস তৈরি করেছে। " ৮৪ বছরের বৃদ্ধ একসময় ডাক বিভাগের কর্মচারী ছিলেন। ফেব্রুয়ারিতে প্রথম কোভিড ডোজ নেন। পরবর্তীতে মার্চ, মে, জুন, জুলাই এবং অগস্ট মাসেও করোনা টিকা নেন।

একই আধার কার্ড দিয়ে একই স্বাস্থ্য কেন্দ্র থেকে ১১বার টিকা নেন তিনি। তবে মাঝে ভোটার কার্ড, স্ত্রীর ফোন নম্বরও ব্যবহার করেছেন বলে খবর। কীভাবে কর্তৃপক্ষকে এড়িয়ে এই কাজ করেছেন তিনি, তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2