পাক পররাষ্ট্রমন্ত্রীর ওপর চরম ক্ষুব্ধ সৌদি আরবের নাগরিকেরা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩ জানুয়ারী,সোমবার,২০২২ | আপডেট: ০৬:১২ এএম, ২৬ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২৪
এই ছবি ঘিরে চরম ক্ষেপেছে সৌদিরা। ছবি সংগৃহীত।
পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশীর ওপর চরম ক্ষেপেছে সৌদি আরবের নাগরিকেরা। এনিয়ে সামাজিক মাধ্যমে চলছে আলোচনা সমালোচনার ঝড়। নিউ আরব টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে,
গত মঙ্গলবার পাকিস্তানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত দেশটির পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশীর সঙ্গে বৈঠকে বসেন। সেখানে কুরেশীর বসার ভঙ্গি মোটেই ভালভাবে নেয়নি সৌদিরা।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, সৌদি রাষ্ট্রদূত নাওয়াফ বিন সাইদ আল মালিকির সঙ্গে এক বৈঠকে পায়ের ওপর পা তুলে বসেন কুরেশি। সেখানে কুরেশির এক পা সৌদি রাষ্ট্রদূতের দিকে। সৌদিরা একে ‘অপমানজনক’ হিসেবে উল্লেখ করেছেন।
এনিয়ে এক টুইটার ব্যবহারকারীব্যঙ্গ করে লেখেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে অতুলনীয় আথিতিয়তায় বরণ করেছেন। আরেকজন লেখেন, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী যদি চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয় না থাকে তাহলে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সামনে এভাবে বসা চরম ধৃষ্টতা, বোকামি এবং মৌলিক কূটনৈতিক প্রটোকল বিরোধী।
তবে এনিয়ে এখন পর্যন্ত পাকিস্তান সরকারের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। তথ্য সূত্র: নিউ আরব টাইমস