বাড়িতে ২০০ কোটি রুপি,সন্দেহ এড়াতে তিনি চালাতেন স্কুটার
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৯ ডিসেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ১০:২৮ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
ভারতের উত্তর প্রদেশের সুগন্ধী ব্যবসায়ী পীযূষ জৈনের বাড়ি থেকে ২০০ কোটি রুপি উদ্ধার করেছে আয়কর বিভাগ। ছবি: সংগৃহীত
ভারতের উত্তর প্রদেশের সুগন্ধী ব্যবসায়ী পীযূষ জৈনের বাড়ি থেকে ২০০ কোটি রুপি উদ্ধার করেছে আয়কর বিভাগ। ১২০ ঘণ্টার তল্লাশিতে বিপুল অর্থের পাশাপাশি ২৩ কেজি সোনাও পাওয়া গেছে। পরে কর ফাঁকি দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (২৭ ডিসেম্বর) পীযূষ জৈনকে আদালতে তোলা হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানান, দুবাইয়ে দুইটি বিলাসবহুল বাড়ি আছে তার। এ ছাড়াও মুম্বাই, কানপুর দিল্লিসহ দেশের নানা জায়গায় সম্পত্তি রয়েছে।
ভারতের কেন্দ্রীয় আয়কর দফতর জানায়, ভারতের ইতিহাসে কোনো একজন ব্যক্তির কাছ থেকে সবচেয়ে বেশি নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। সংস্থাটি আরও, নগদ ২০০ কোটি রুপি ছাড়াও হদিস পাওয়া গিয়েছে দেশে-বিদেশে বহু সম্পত্তির। যার মধ্যে কানপুর এবং কনৌজ মিলিয়ে পীযূষের সাতটি সম্পত্তি রয়েছে। মুম্বাইয়ে দু’টি বাড়ি, দিল্লিতে একটি এবং দুবাইয়ে দু’টি সম্পত্তি রয়েছে। শুধু তাই নয়, তার কাছ থেকে মিলেছে ২৩ কেজি সোনা।
পীযূষ জৈনের বাড়িতে মোট ১২০ ঘণ্টা ধরে তল্লাশি চালানো হয়ে। এর পর তাকে ৫০ ঘণ্টা জেরা করা হয়েছে। তারপর তাকে গ্রেফতার করা হয়। তল্লাশি এখনও শেষ হয়নি। এই সুগন্ধী ব্যবসায়ীয় পৈতৃক বাড়িতে ১৮টি আলমারির হদিস পান তদন্তকারীরা। সেই সঙ্গে তারা ৫০০টি চাবির থোকাও পেয়েছেন। সেই চাবিগুলো দিয়ে ওই আলমারি খুলে তল্লাশির চেষ্টা করছেন তদন্তকারীরা।
তদন্তে নেমে জানতে পেরেছেন এতো সম্পত্তি থাকা সত্ত্বেও পীযূষ অত্যন্ত সাধারণ পুরোনো একটি গাড়ি ব্যবহার করতেন। তদন্তকারীদের অনুমান, তার ওপর যাতে কারও সন্দেহ না হয়, সে জন্যই তিনি এটা করতেন। বেশিরভাগ সময় তিনি একটি স্কুটার চালাতেন। সুগন্ধি দ্রব্যের ব্যবসা ছাড়াও পেট্রল পাম্প, পানমশলাসহ একাধিক ব্যবসা ছিল পীযূষের।