avertisements 2

দিল্লিতে আজ থেকে রাত্রিকালীন কারফিউ

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৭ ডিসেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ০৭:৫৫ এএম, ২০ এপ্রিল,রবিবার,২০২৫

Text

সামনেই বর্ষবরণের রাত। শীতের আমেজে চলছে উৎসবের মওশুম। এই পরিস্থিতিতে ধীরে ধীরে থাবা কষাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ২৯০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে একজনের। উদ্ভূত পরিস্থিতিতে ফের রাত্রিকালীন কারফিউ জারির ঘোষণা দিয়েছে দিল্লির রাজ্য সরকার।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২৭ ডিসেম্বর থেকে দিল্লিতে কার্যকর হবে রাত্রিকালীন কারফিউ। রাজ্য সরকারের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি থাকবে।

সাম্প্রতিক এক সমীক্ষা প্রতিবেদনে দিল্লির স্বাস্থ্য দফতর জানিয়েছে, দিল্লিতে কোভিড পজিটিভিটি রেট ০ দশমিক ৫৫ শতাংশ বেড়ে গেছে।

দিল্লিতে এই মুহূর্তে করোনার অ্যাক্টিভ কেস ১১০৩। বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন ৫৮৩ জন। এদিকে, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের বাড়বাড়ন্ত বিবেচনায় একাধিক রাজ্যে কোভিড বিধি আরও জোরদার করা হয়েছে। ইতোমধ্যেই দিল্লিতে বর্ষবরণ ও ক্রিসমাস উপলক্ষে সাংস্কৃতিক উৎসব ও জমায়েতের ওপর বিধিনিষেধ রয়েছে। এর মধ্যেই নতুন করে রাত্রিকালীন কারফিউ জারির ঘোষণা এলো।

আপাতত দিল্লিতে রেস্তোরাঁ, বার, অডিটোরিয়ামে ৫০ শতাংশ উপস্থিতি এবং বিয়ের অনুষ্ঠানে ২০০ জনের উপস্থিতির নিয়ম কার্যকর রয়েছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2