যুক্তরাষ্ট্রে আস্ত একটি ব্রিজ চুরি!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২৩ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ১১:১২ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
যুক্তরাষ্ট্রের ওহাইয়ো শহর থেকে ৫৮ ফুট দীর্ঘ আস্ত একটি ব্রিজ চুরি হওয়ার ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তি গ্রেফতার করা করা হয়েছে। ব্রিজটির বিভিন্ন অংশ খুলে ফেলা হয়েছিল। আকরন পুলিশ জানিয়েছে, তদন্তকারীরা গত শুক্রবার বিকেলে সেতুটি খুঁজে পায়।
প্রসঙ্গত, আকরন সেতুটি এক সময় মিডলবুরি নদীর ওপর বসানো ছিল। ২০০৩-০৪ সালে এটি সরিয়ে ফেলা হয় এবং একটি পার্কে সংরক্ষণ করা হয়। পরে একটি নারী আশ্রয় কেন্দ্রে ফের এটি ব্যবহারের পরিকল্পনা ছিল। গত ৩ নভেম্বর প্রথমে পুলিশ জানতে পারে সেতুটির ওপরের কাঠামো কেউ নিয়ে গেছে। ১১ নভেম্বর জানা যায় ধাতব কাঠামোটিও আর নেই।
এই ঘটনায় ৬৩ বছর বয়সী এক ব্যক্তি চুরির অপরাধে অভিযুক্ত করা হয়েছে। কর্তৃপক্ষের অভিযোগ একটি পরিবহন কোম্পানির মাধ্যমে পার্ক থেকে সেতুটি নিয়ে যান তিনি। আগামী কয়েক দিনের মধ্যেই সেতুটি আগের জায়গায় ফিরিয়ে আনা হবে বলে জানিয়েছে পুলিশ।