avertisements 2

যুক্তরাষ্ট্রে কভিড সংক্রমণের ৭৩ শতাংশ এখন ওমিক্রনের

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ ডিসেম্বর,মঙ্গলবার,২০২১ | আপডেট: ১০:২৫ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪

Text

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন দ্রুত আধিপত্য বিস্তার করছে যুক্তরাষ্ট্রজুড়ে। দেশটির সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসি হালনাগাদ তথ্য অনুযায়ী, গত এক সপ্তাহে কভিডে আক্রান্তদের ৭৩.২ শতাংশই ওমিক্রনে সংক্রমিত হয়েছেন। আর ডেল্টায় সংক্রমিত হয়েছেন ২৬.৬ শতাংশ।

এর আগের সপ্তাহে যুক্তরাষ্ট্রে ডেল্টার আধিপত্য চলছিল। ১১ ডিসেম্বর পর্যন্ত সাতদিনে সেখানে যত কভিড রোগী শনাক্ত হয়েছে, তাদের ৮৭ শতাংশ সংক্রমিত হয়েছিলেন ডেল্টায়, আর ১২.৬ শতাংশ ওমিক্রনে। খবর সিএনএনের   

ডিসেম্বরের শুরুতে মোট আক্রান্তদের মধ্যে ওমিক্রনের সংক্রমণের শিকার ছিলেন ১ শতাংশেরও কম। দেশটির কিছু এলাকায় ওমিক্রন এখন অনেক বেশি আধিপত্য বিস্তার করেছে। যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিম এবং দক্ষিণ-পূর্বের অনেক এলাকায় ৯৫ শতাংশ কভিড সংক্রমণের পেছনে রয়েছে ওমিক্রন।  

নিউইয়র্ক সিটিতে শনাক্ত কভিড রোগীর সংখ্যা গত এক সপ্তাহে ৬০ শতাংশ বেড়েছে। কভিড পরীক্ষার কেন্দ্রগুলোতে দেখা যাচ্ছে দীর্ঘ লাইন। এদিকে সোমবার টেক্সাসের হ্যারিস কাউন্টিতে পঞ্চাশোর্ধ্ব এক কভিড রোগীর মৃত্যু হয়েছে, যিনি ওমিক্রনে সংক্রমিত হয়েছিলেন। ওই ব্যক্তি করোনাভাইরাসের টিকা নেননি। ধারণা করা হচ্ছে, এটাই যুক্তরাষ্ট্রে ওমিক্রনে প্রথম মৃত্যু।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের শঙ্কা, ওমিক্রন বিদ্যুৎগতিতে ছড়াতে থাকায় বড়দিন আর নববর্ষের  উৎসব ঘিরে পরিস্থিতির বড় ধরনের অবনতি ঘটতে পারে। সে কারণে স্বাস্থ্যবিধির কড়াকড়িও বাড়ানো হচ্ছে বিভিন্ন রাজ্যে। ওয়াশিংটন ডিসির মেয়র ফের জরুরি অবস্থা ঘোষণা করেছেন এবং পুরো শহরে মাস্ক পরা বাধ্যতামূলক করেছেন।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2