করোনায় আক্রান্ত দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১৩ ডিসেম্বর,সোমবার,২০২১ | আপডেট: ১০:১৮ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি দেশটির একটি সামরিক হাসপাতালে আইসোলেশনে আছেন। দেহে করোনার মৃদু লক্ষণ দেখা দেওয়ার পর রামফোসার চিকিৎসা শুরু করা হয় বলেও জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। তবে তিনি ওমিক্রনে আক্রান্ত কিনা সে বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।
প্রেসিডেন্ট কার্যালয় এক বিবৃতিতে জানায়, রোববার (১২ ডিসেম্বর) কেপটাউনে সাবেক প্রেসিডেন্ট এফডব্লিউ ডি ক্লার্কের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে যোগদান করেন রামফোসা। সেখান থেকে ফেরার পর অসুস্থ বোধ করেন প্রেসিডেন্ট। পরীক্ষা করা হলে রামফোসা করোনায় আক্রান্ত বলে জানা যায়। তিনি বর্তমানে দেশটির সামরিক হাসপাতালে স্বাস্থ্য বিভাগের পর্যবেক্ষণে চিকিৎসা নিচ্ছেন।
প্রেসিডেন্ট কার্যালয় জানায়, করোনা শনাক্ত হওয়ার পর রামাফোসা আগামী এক সপ্তাহের জন্য প্রেসিডেন্টের সব দায়িত্ব ডেপুটি প্রেসিডেন্ট ডেভিড মাবুজাকে হস্তান্তর করেছেন।
বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার জনগণের উদ্দেশে প্রেসিডেন্ট রামফোসার বক্তব্য তুলে ধরা হয়েছে। তাতে তিনি বলেন, তাঁর করোনায় আক্রান্ত হওয়ার এ ঘটনা সব মানুষকে টিকা নেওয়ার ব্যাপারে সতর্ক ও করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ব্যাপারে সাবধান থাকার বিষয়টি মনে করিয়ে দিচ্ছে। গুরুতর অসুস্থতা ও হাসপাতালে ভর্তি ঠেকাতে এখন পর্যন্ত টিকাই সবচেয়ে ভালো প্রতিরক্ষা।
প্রেসিডেন্ট কার্যালয় জানায়, গত সপ্তাহে রামফোসা পশ্চিম আফ্রিকার চারটি দেশ সফর করেন। সে সময় তাকে কয়েক দফা করোনার পরীক্ষা করানো হয়। কিন্তু প্রতিবারই পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। গত বুধবার প্রেসিডেন্ট সেনেগাল সফর শেষে দেশে ফেরেন।
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনার নতুন ধরন ওমিক্রন প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়। এরপর থেকেই করোনার এ ধরনটি নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ ছড়াতে শুরু করে। এমনকি এর প্রকোপ থেকে বাঁচতে রোববার যুক্তরাজ্যে ‘ওমিক্রন ইমার্জেন্সি’ ঘোষণা করেছেন সে দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন।