‘আন্তঃনগর ট্রেন ‘থামিয়ে’ দই কিনলেন চালক!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৯ ডিসেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৫:০৩ এএম, ২০ এপ্রিল,রবিবার,২০২৫

রেললাইনের পাশে বিক্রি হচ্ছিল দই। সে’ই দই কেনার জন্য আন্তঃনগর ট্রেন থামিয়ে দিলেন চা’ল’ক। ট্রেন থেকে নেমে দই কিনে ফের শুরু করলেন যাত্রা। ঘটনাটি ঘ’টে’ছে পাকিস্তানে। ট্রেন চালকের অনির্ধারিত এই যাত্রা বি’র’তি’র ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভা’ই’রা’ল হওয়ার পর ওই ট্রেন চালককে সাময়িক বরখাস্ত করে কর্তৃপক্ষ।
বা’র্তা সংস্থা এএফপির বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম এ’ন’ডি’টি’ভি বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। ও’ই প্রতিবেদনে বলা হয়েছে, সোমবারের ওই ঘটনায় পাকিস্তান রে’ল’ও’য়ে’র নিরাপত্তা ও নীতিমালা নিয়ে প্রশ্ন উঠেছে।এ ব্যা’পা’রে দেশটির রেল মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ ই’জা’জ-উল-হাসান শাহ বুধবার এএফপিকে জানান, যখন যাত্রাপথের মা’ঝে হঠাৎ ট্রেন থামানো হয় তখন সেটা ঝুঁকির কা’র’ণ হতে পারে।
নিরাপত্তার সঙ্গে আপস করার মতো কোনো ব্যা’পা’র আমরা সহ্য করতে পারি না।ট্রেনটি পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শ’হ’র লাহোর থেকে বন্দর নগরী করাচি যাচ্ছিল ব’লে এএফপি জানিয়েছে। এ ব্যাপারে দেশটির রেলমন্ত্রী আজম খান স্বা’তী এক বিবৃতিতে সতর্ক করে বলেছেন, তিনি কাউকে ব্যক্তিগত কা’জে জাতীয় সম্পদ ব্যবহার করতে দেবেন না।
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
