ঠেলা দিয়ে বিমান সরাচ্ছে যাত্রীরা
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ ডিসেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ০৩:৪৬ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
কম বেশি চোখে পড়ে রাস্তায় গাড়ি নষ্ট হলে তা ঠেলে সরিয়ে দেন যাত্রীরা। কোনো কোনো সময় আশপাশের মানুষও তাদের এই কাজে সহায়তা করে থাকেন। তবে এবারের ঘটনা পুরো উল্টো। এমনটা আগে কখনো ঘটেছে কিনা জানা নেই। ঠেলা দিয়ে বিমান সরানোর নজির বেশি নেই।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে দেখা গেল তেমনই এক দৃশ্য। গতকাল ভারতীয় গণমাধ্যম এনডিটিভি, ইন্ডিয়া টুডেসহ বেশ কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
নেপালের কোল তীর বাজুরা বিমানবন্দরে অবতরণের সময় দেশটির বেসরকারি বিমান সংস্থা তারা এয়ারের একটি বিমানের পেছনের টায়ার ফেটে যায়। এজন্য বিমানটি রানওয়েতেই আটকে যায়। একই সময়ে রানওয়েতে আটকে থাকা ওই বিমানের কারণে আরেকটি বিমান অবতরণ করতে না পেরে আকাশেই উড়ছিল। বিষয়টি লক্ষ্য করে বিমানবন্দরের নিরাপত্তাকর্মীদের সঙ্গে যাত্রীরাও বিমানটিকে সরাতে হাত লাগায়। ওই সময়কার ফুটেজে দেখা গেছে, প্রায় ২০ জনের মতো মানুষ বিমানটিকে ঠেলা দিয়ে সরিয়ে নিচ্ছে।
এই ঘটনাটি খুদে ব্লগিং সাইটে টুইটারে এক নেটিজেন ওই ঘটনার ভিডিও শেয়ার করে। এরপর তা ভাইরাল হয়। বিমানটিকে সরিয়ে নেয়ার পর অপর বিমানটি নিরাপদেই অবতরণ করে বলে নেপাল নিউজ জানিয়েছে।