avertisements 2

অন্ধ্র প্রদেশে ভারী বৃষ্টিপাত, বন্যায় নিহত বেড়ে ১৭

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ২১ নভেম্বর,রবিবার,২০২১ | আপডেট: ১২:৫২ এএম, ৭ ডিসেম্বর,মঙ্গলবার,২০২১

Text

কদিনের ভারী বৃষ্টিতে দক্ষিণ ভারতের অন্ধ্র প্রদেশ রাজ্যে অন্তত ১৭ জন মারা গেছে এবং বেশ কজন নিখোঁজ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার থেকে রাজ্যটির অন্তত পাঁচটি জেলায় ব্যাপক বন্যা হচ্ছে।

শুক্রবার গভীর রাতে একটি ভবন ধসে তিনজন নিহত হওয়ার পর মৃতের সংখ্যা বেড়ে ১৭-তে দাঁড়িয়েছে। পুলিশ জানায়, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া ১০ জনকে উদ্ধার করা হলেও দুজন এখনো নিখোঁজ।

শুক্রবার প্রবল পানির তোড়ে একটি বাস ভেসে গেলে অন্তত ১২ জন মারা যায়। শনিবারও নিখোঁজ যাত্রীদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত। গত কদিন ধরে বিভিন্ন জেলা থেকে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। কর্মকর্তারা সতর্ক করেছেন, উদ্ধার অভিযান চলতে থাকলে হতাহতের সংখ্যা বাড়তে পারে।

জাতীয় দুর্যোগ ত্রাণ বাহিনীর দলগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে মোতায়েন করা হয়েছে এবং স্থানীয় কর্তৃপক্ষ শতাধিক পরিবারকে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে।

সবচেয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে একটি জেলা কাদাপা। এখানে অবিরাম বৃষ্টির কারণে বৃহস্পতিবার স্থানীয় বিমানবন্দর বন্ধ করা হয়েছে। কর্মকর্তারা বলেন, বাঁধ ও ট্যাঙ্ক উপচে পড়ছে, শত শত গ্রাম জলাবদ্ধ হয়ে পড়েছে এবং অনেক বাসিন্দা তাদের বাড়িতে আটকে পড়েছে।

এ সময় দক্ষিণ ভারতে বৃষ্টিপাত অস্বাভাবিক নয়। এ অঞ্চলে এ বছর দীর্ঘসময় ধরে বৃষ্টিপাত হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করেন যে জলবায়ু পরিবর্তন সমস্যাটিকে আরো তীব্র করে তুলেছে।

গত সপ্তাহে, পাশের তামিলনাড়ু রাজ্য বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। গত মাসে দক্ষিণ কেরালা রাজ্যে ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধসে কমপক্ষে ২৮ জন মারা যায়।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2