৬৫ বছরের বেশি বয়সীদের জন্য বুস্টার ডোজ বাধ্যতামূলক করছে ফ্রান্স
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ১০ নভেম্বর,
বুধবার,২০২১ | আপডেট: ১১:৪২ পিএম, ২৪ ডিসেম্বর,মঙ্গলবার,২০২৪
করোনা সংক্রমণ থেকে রক্ষায় দুই ডোজের পাশাপাশি তৃতীয় বুস্টার ডোজ দেওয়া হচ্ছে উন্নত বিশ্বে। এবার ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের জন্য বুস্টার ডোজ বাধ্যতামূলক করতে যাচ্ছে ফ্রান্স। গতকাল মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ এক ঘোষণায় এ তথ্য জানান। ঘোষণায় তিনি বলেন, রেস্তোরাঁয় যেতে, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে, এমনকি ট্রেনে চলাচল করতেও বুস্টার ডোজ নেওয়ার প্রমাণপত্র দেখাতে হবে ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের।
শীতের আগমণের আগেই ইউরোপের বিভিন্ন দেশে পুনরায় করোনার সংক্রমণ বাড়তে শুরু করেছে। বুস্টার ডোজ বাধ্যতামূলক প্রসঙ্গে ম্যাখোঁ জানান, আগামী ১৫ ডিসেম্বর থেকে ৬৫ বছরের বেশি বয়সী ব্যক্তিদের হেলথ পাসের মেয়াদ বাড়াতে বুস্টার ডোজের নেওয়ার প্রমাণ দেখাতে হবে।
ইউরোপের দেশগুলোর মধ্যে জার্মানি ও যুক্তরাজ্যে গত সপ্তাহে সংক্রমণের হার ৪০ শতাংশের ওপরে। সেদিক দিয়ে ফ্রান্সের অবস্থান বেশ ভালো বলে উল্লেখ করেছেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেন, মহামারি এখনও শেষ হয়ে যায়নি। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা থেকে দেখা গেছে, টিকা নেওয়ার ছয় মাস পর থেকে শরীরে করোনার বিরুদ্ধে সুরক্ষাব্যবস্থা কমে আসে। এর জের ধরে সংক্রমণের পর জটিলতা বাড়ার ঝুঁকি থাকে। এর সমাধান হচ্ছে টিকার অতিরিক্ত একটি ডোজ দেওয়া।
দেশটিতে এখনও যারা টিকা নেননি তাদের টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন ম্যাখোঁ। এর আগে, চলতি বছরের আগস্ট থেকে ফ্রান্সের নানা স্থানে ঢুকতে প্রয়োজন পড়ে হেলথ পাস। করোনার টিকার পূর্ণ ডোজ নেওয়া থাকলেই এই পাস পাওয়া যায়।