ইউরোপ আবারও মহামারির কেন্দ্র হতে পারে, বলছে ডব্লিউএইচও
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৬ নভেম্বর,শনিবার,২০২১ | আপডেট: ১০:৫৪ এএম, ২৫ ডিসেম্বর,
বুধবার,২০২৪
ইউরোপ আবারও করোনাভাইরাস মহামারির কেন্দ্র হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ইউরোপজুড়ে সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এমন আশঙ্কা করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
স্থানীয় সময় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচওর ইউরোপবিষয়ক প্রধান হ্যান্স ক্লুজ বলেন, আসন্ন ফেব্রুয়ারির মধ্যে ইউরোপে আরও ৫০ লাখ মানুষের মৃত্যু হতে পারে।
এই সংকটে জন্য অপর্যাপ্ত টিকা গ্রহণকে দায়ী করেছেন হ্যান্স ক্লুজ। তিনি বলেন, কসংক্রমণ রোধে আমাদের অবশ্যই কৌশল পরিবর্তন করতে হবে।
বিবিসি বলছে, সাম্প্রতিক মাসগুলোতে ইউরোপজুড়ে টিকা দেওয়ার হারে গতি কমেছে। অবশ্য স্পেনের প্রায় ৮০ শতাংশ মানুষকে দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। ফ্রান্স ও জার্মানিতে এ সংখ্যা যথাক্রমে ৬৮ ও ৬৬ শতাংশ। মধ্য ও পূর্ব ইউরোপের দেশে এ হার এখনো অনেক কম।
ডব্লিউএইচওর কারিগরি দলের প্রধান মারিয়া ভ্যান কার্কখোভ বলেন, গত চার সপ্তাহে ইউরোপজুড়ে ৫৫ শতাংশ সংক্রমণ বেড়েছে। পর্যাপ্ত টিকা ও করোনাভাইরাসের চিকিৎসাসামগ্রী থাকা সত্ত্বেও এমন পরিস্থিতি দেখা দিয়েছে।