avertisements 2

আফগানিস্তানে বিদেশি মুদ্রা নিষিদ্ধ করল তালেবান

ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৪ নভেম্বর,বৃহস্পতিবার,২০২১ | আপডেট: ০৭:২৭ পিএম, ২০ এপ্রিল,রবিবার,২০২৫

Text

আফগানিস্তানে সব ধরনের বিদেশি মুদ্রা নিষিদ্ধ ঘোষণা করেছে তালেবান। অনলাইনে তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।

তালেবান বলছে, দেশের অর্থনৈতিক অবস্থা এবং জাতীয় স্বার্থে আফগানিস্তানের প্রত্যেক নাগরিকের যে কোনও লেনদেনে আফগানি মুদ্রা ব্যবহার করা প্রয়োজন। এমন নির্দেশনা দেশটির ভঙ্গুর অর্থনৈতিক অবস্থার ওপর আরও বেশি নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে।

আফগানিস্তান জুড়ে অনেক মার্কেটে ব্যাপক হারে বিশেষ করে যুক্তরাষ্ট্রের ডলার ব্যবহৃত হয়ে থাকে। আফগান সীমান্তেও ব্যবহার করা হয় ডলার।
 জবিউল্লার বিবৃতিতে বলা হয়েছে, আফগানিস্তানে বিদেশি মুদ্রা নিষিদ্ধ। কেউ নির্দেশনা না মানলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে আফগানিস্তানের বিলিয়ন ডলার মূল্যের সম্পদ মার্কিন ফেডারেল রিজার্ভ এবং ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকলোর তত্ত্বাবধানে সংরক্ষিত রয়েছে। আগস্টে তালেবান কাবুল দখল করার পর ওই অর্থ ও সম্পদ জব্দ করা হয়েছে।

খড়া, অনাহার ও অভিবাসন-সম্পর্কিত সমস্যার মধ্যে আফগান সরকার ও জাতি এখন আর্থিক চাপের মুখোমুখি। তালেবানরা অর্থের যোগান পেতে নানা চেষ্টা-তদবির করছে।

বিষয়:

আরও পড়ুন

avertisements 2