পা ধরে ঝুলিয়ে স্কুলছাত্রকে এ কেমন শাস্তি দিলেন শিক্ষক!
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:০০ এএম, ৩১ অক্টোবর,রবিবার,২০২১ | আপডেট: ০২:৫৬ পিএম, ২১ এপ্রিল,সোমবার,২০২৫

উচিত শিক্ষা দিতে ছাত্রের একটি পা ধরে খোলা বারান্দা থেকে শূন্যে ঝুলিয়ে দিয়েছেন শিক্ষক। সেই শাস্তি দেখে গা শিউরে উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের। ইতোমধ্যে শিশুর বিরুদ্ধে অপরাধ আইনে গ্রেপ্তার করা হয়েছে ওই শিক্ষককে। ওই স্কুলের অধ্যক্ষ মনোজ বিশ্বকর্মা স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র সোনু যাদবকে এ শাস্তি দেন। ঘটনার ভিডিও ভাইরাল হলে বিষয়টি জানাজানি হয়।
ভিডিওতে দেখা যায়, কমবয়সী ওই ছাত্রের একটি পা ধরে খোলা বারান্দা থেকে শূন্যে ঝুলিয়ে দিয়েছেন শিক্ষক মনোজ। পা ওপরে এবং মাথা নিচে থাকা অবস্থায় ছাত্র সোনু দুই হাত ছড়িয়ে বাঁচার চেষ্টা করছে। স্কুলের বারান্দায় ভয়ঙ্কর ঘটনাটি চারপাশে ভিড় করে দেখছে ওই ছাত্রের সহপাঠীরা। কিন্তু শিক্ষকের তাতে ভ্রুক্ষেপ নেই। বরং তিনি হুমকি দিচ্ছেন, ক্ষমা না চাইলে মাটিতে ফেলে দেবেন। ভিডিওটি দেখে উত্তরপ্রদেশের জেলা প্রশাসন স্বতঃপ্রণোদিত তদন্ত শুরু করেছিল। শুক্রবার সেই তদন্তের পর অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র সোনু যাদব টিফিনের সময় এক সহপাঠীকে কামড়ে দিয়েছিল। তাতেই সোনুকে ওই ‘শাস্তি’ দেন মনোজ নামের ওই শিক্ষক। সূত্র: আনন্দবাজার
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
