‘আমিও নিয়মিত গাঁজা খেতাম’, অকপট স্বীকারোক্তি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর
ডেস্ক রিপোর্ট
প্রকাশ: ১২:১৯ এএম, ৩ অক্টোবর,শনিবার,২০২০ | আপডেট: ০৭:১১ পিএম, ১৭ এপ্রিল,বৃহস্পতিবার,২০২৫

একসময়ে নিয়মিত গাঁজা খেতেন বলে স্বীকার করলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্ন। সম্প্রতি নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচন উপলক্ষে আয়োজিত একটি বিতর্ক অনুষ্ঠানে যোগ দিয়ে এই কথা জানান তিনি।
অক্টোবরের ১৭ তারিখ নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। সেই উপলক্ষে প্রতিপক্ষ ন্যাশনাল পার্টির নেতা জুডিথ কলিন্স এর বিরুদ্ধে বুধবার (৩০ সেপ্টেম্বর) আধঘণ্টার একটি বিতর্কসভায় অংশ নিয়েছিলেন জেসিন্ডা। সেখানে বক্তব্য রাখার সময়ই দেশে গাঁজার বৈধতা নিয়ে আগামীদিনে হতে চলা গণভোটের প্রসঙ্গ উঠে আসে।
সেখানেই নিজের গাঁজা খাওয়ার কথা স্বীকার করেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।
এপ্রসঙ্গে তিনি বলেন, অনেকদিন আগে আমিও গাঁজা খেতাম। যদিও এই বিষয় নিয়ে কোনো রাজনীতি করতে চাই না আমি। এই বিষয়ে যা সিদ্ধান্ত নেয়ার তা নিউজিল্যান্ডের মানুষই নেবেন। তবে আমি চাই জাতীয় নির্বাচনের পরেই এই বিষয়ে গণভোট হোক।
অন্যদিকে জেসিন্ডার প্রতিপক্ষ ন্যাশনাল পার্টির নেতা জুডিথ কলিন্স গাঁজা খাওয়ার বিরোধিতা করে জানান, তিনি জীবনে কোনোদিন গাঁজা খাননি। এমনকী এই বিষয়ে গণভোট হলে তিনি গাঁজার বৈধতার বিরুদ্ধেই ভোট দেবেন।
একসময়ে কোলের সন্তানকে নিয়ে রাষ্ট্রসংঘের সম্মেলনে যোগ দিয়েই বিশ্বের নজর কেড়েছিলেন। তারপর ক্রাইস্টচার্চের মসজিদে হামলার পর মুসলিম নারীদের সঙ্গে একাত্ম হয়ে দাঁড়িয়েছিলেন পাশে। রাষ্ট্রনায়ক হিসেবে তার এই সংবেদনশীল ভূমিকার জন্য ব্যাপক প্রশংসিত হয়েছিলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী।
এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে তার মানবিক মুখের পরিচয় পাওয়া যায়। এর ফলে দ্বিতীয়বারের জন্য ৪০ বছরের জেসিন্ডার ক্ষমতায় ফেরা সময়ের অপেক্ষা বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। যদিও নিউজিল্যান্ডের মানুষদের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে তার প্রতিপক্ষ ও ন্যাশনাল পার্টির নেতা জুডিথ কলিন্সেরও। ফলে জেসিন্ডার পক্ষে লড়াইটা খুব একটা সোজা হবে না বলেই মনে করছেন অনেকে
আরও পড়ুন
এই বিভাগের আরো খবর

বিবিসির প্রতিবেদনে এবার উঠে এলো আয়নাঘরের ভয়াবহ চিত্র

৩৬টি হামলায় শুধু নারী-শিশুদের হত্যা করেছে ইসরায়েল: জাতিসংঘ

যুক্তরাষ্ট্রের শুল্কনীতিতে নাটকীয় পরিবর্তন: ট্রাম্পকে ধন্যবাদ প্রধান উপদেষ্টার

বাংলাদেশের মঙ্গল ভারতের চেয়ে বেশি অন্য কেউ কামনা করে না: জয়শঙ্কর
